গত বছর অক্টোবর মাসে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। চলতি বছর অক্টোবর মাসে আরও এক বার একে অপরের বিরুদ্ধে খেলবে তারা। চলতি বছর ভারতের মাটিতে হবে এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতাতেই দু’দল খেলবে।
এখনও বিশ্বকাপের সূচি ঘোষণা না হলেও ‘ক্রিকইনফো’ জানিয়েছে, ৫ অক্টোবর হবে ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তান অবশ্য ভারতে খেলতে আসবে না। চলতি বছর ভারতের পুরুষদের দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায়নি। শেষ পর্যন্ত ভারতের দাবি মেনে তাদের সব খেলা দুবাইয়ে হয়েছে। তখনই আইসিসি জানিয়েছিল, পাকিস্তানও ২০২৭ সাল পর্যন্ত ভারতে খেলতে যাবে না। সেই নির্দেশ মেনে মহিলাদের এক দিনের বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ৫ অক্টোবর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হবে দু’দলের খেলা।
ভারত গ্রুপ পর্বে বিভিন্ন মাঠে খেলবে। ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারত-বাংলাদেশ ম্যাচ হবে। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ কলম্বোতেই খেলবে। ২ অক্টোবর বাংলাদেশ, ১৫ অক্টোবর ইংল্যান্ড, ১৮ অক্টোবর নিউ জ়িল্যান্ড, ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে তারা। পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য দলগুলিকে শ্রীলঙ্কায় যেতে হবে। এমনকি, শ্রীলঙ্কাকেও ভারত থেকে নিজেদের দেশে ফিরতে হবে।
১ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইনদওরে মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ড। ২২ অক্টোবর সেই মাঠেই হবে গত বারের ফাইনালের রি-ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ইংল্যান্ড।
আরও পড়ুন:
বিশ্বকাপে গ্রুপ পর্বে মোট ২৮টা ম্যাচ হবে। নক আউটে আরও তিনটে ম্যাচ। বেঙ্গালুরু ও ইনদওর ছাড়া গুয়াহাটি, বিশাখাপত্তনম ও কলম্বোয় হবে খেলা। ২৯ ও ৩০ অক্টোবর দুটো সেমিফাইনাল হওয়ার কথা। ২ নভেম্বর হবে ফাইনাল। ২০১৩ সালের পর আবার ভারতের মাটিতে মহিলাদের বিশ্বকাপ হচ্ছে। গত বারের মতোই রাউন্ড রবিন ফরম্যাটে হবে খেলা। অর্থাৎ, গ্রুপ পর্বে আট দলের প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। সেখান থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।