দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয়ের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করুণ নায়ারের। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় নায়ারকে আর সুযোগ দেননি অজিত আগরকরেরা। নায়ারের পোস্টের লক্ষ্য সম্ভবত জাতীয় নির্বাচকেরাই।
ঘরোয়া ক্রিকেটে সফল বহু ক্রিকেটার জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ পান না। ভারতীয় ক্রিকেটে এই অভিযোগ নতুন নয়। গুয়াহাটির পিচে ঋষভ পন্থদের ব্যাটিংয়ের করুণ দশা দেখে সেই বিতর্ককেই নতুন করে উস্কে দিলেন নায়ার। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘কিছু পরিস্থিতি এমন অনুভূতি তৈরি করে, যা হৃদয় দিয়ে বোঝা যায়। তখন নীরব থাকতে হলে সেটা কাঁটার মতো বিঁধে যায়।’’ তাঁর এই পোস্টে ছোট্ট প্রতিক্রিয়া দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। হাসির ইমোজি দিয়েছেন প্রাক্তন অফ স্পিনার।
নায়ার সম্ভবত বোঝাতে চেয়েছেন, সুযোগ পেলে গুয়াহাটির পিচে রান করতে পারতেন। অথচ ভারতীয় দলের এই বিপর্যয় তাঁকে বাইরে থেকে দেখতে হচ্ছে। উল্লেখ্য, ইংল্যান্ড সফরে রান না পেলেও ভাল ফর্মে রয়েছেন নায়ার। রঞ্জি ট্রফিতেও রান করছেন। তবু ওয়েস্ট ইন্ডিজ় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে জন্য তাঁকে বিবেচনা করেননি আগরকরেরা।
আরও পড়ুন:
সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরণের মতো ব্যাটারেরাও ঘরোয়া ক্রিকেটে পরের পর ম্যাচে রান করলেও ব্রাত্য করে রাখা হয়েছে। নায়ারকে আট বছর পর জাতীয় দলে ফেরালেও একটি সিরিজ়ের পরই আবার বাদ দেওয়া হয়েছে। অথচ সাই সুদর্শন, ধ্রুব জুরেলের মতো যাঁদের উপর ভরসা করা হচ্ছে, তাঁরা ভরসা দিতে পারছেন না। নিজের পোস্টে আগরকরদের সম্ভবত সেই বার্তাই দিতে চেয়েছেন টেস্টে ত্রিশতরান করা ব্যাটার।