মাঠে সাধারণত মজা করতে দেখা যায় ঋষভ পন্থকে। সকলের সঙ্গেই খুনসুটি করেন তিনি। সেই পন্থ মেজাজ হারালেন। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি। হেডিংলেতে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিন এই ঘটনা ঘটল। তার জেরে শাস্তিও পেতে পারেন পন্থ।
তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর বল পরিবর্তনের অনুরোধ করেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। কিন্তু আম্পায়ার সেই অনুরোধ শোনেননি। তার কিছু ক্ষণ পরেই দেখা যায়, মাঠের অপর আম্পায়ার পল রাইফেলের কাছে গিয়েছেন পন্থ। তাঁর কাছে গিয়েও বল বদলের অনুরোধ করেন পন্থ।
বলের আকার নষ্ট হয়েছে কি না তা যাচাই করার জন্য আম্পায়ারদের কাছে একটা যন্ত্র থাকে। তাতে পরীক্ষা করে রাইফেল জানান, বলের আকার ঠিক আছে। পন্থ এই সিদ্ধান্ত মানতে পারেননি। রাগে বল ছুড়ে ফেলেন তিনি। তার পরে ফিরে যান নিজের জায়গায়। আম্পায়ার রাইফেলের মুখ দেখে বোঝা যাচ্ছিল, তিনি পন্থের কাজে খুশি হননি।
আরও পড়ুন:
বল ৬০ ওভার পুরনো হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটারেরা বল বদলের অনুরোধ করতে থাকেন। কী কারণে তাঁরা বল বদলাতে চাইছিলেন তা স্পষ্ট না হলেও মনে হচ্ছিল, বলের আকার নিয়ে অসন্তুষ্ট তাঁরা। কিন্তু দুই আম্পায়ার রাইফেল ও ক্রিস গাফানি তাঁদের কোনও অনুরোধ রাখেননি।
ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। সেই সিদ্ধান্ত একমত না হলে রিভিউ নেওয়ার সুযোগ থাকে। কিন্তু সেটা আউট হওয়ার ক্ষেত্রে। বল বদলের ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। তার বিরুদ্ধে বিরক্তি প্রকাশ অপরাধের সমান। রাইফেল যদি তাঁর রিপোর্টে পন্থের এই বিরক্তির কথা লেখেন তা হলে শাস্তি পেতে হতে পারে তাঁকে। জরিমানা করা হতে পারে ভারতীয় ক্রিকেটারকে। এখন দেখার, আম্পায়ারেরা পন্থের বিরক্তি নিয়ে অভিযোগ করেন কি না।