Advertisement
২১ মে ২০২৪
Virat Kohli

৩ নজির: ওয়েস্ট ইন্ডিজ় সফরে গড়তে পারেন বিরাট কোহলি

বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় খেলতে নামবে ভারত। সেই সিরিজ়ে তিনটি নজির গড়ার সুযোগ রয়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির।

Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৮:১৮
Share: Save:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে আবার টেস্ট সিরিজ়ে নামছে ভারত। বুধবার থেকে বার্বাডোজ়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে তারা। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে তিনটি নজির গড়তে পারেন বিরাট কোহলি।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সর্বাধিক রান

আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ফরম্যাট মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৩৬৫৩ রান করেছেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সর্বাধিক রানের নজির রয়েছে জ্যাক ক্যালিসের। ৪১২০ রান করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। ক্যালিসের রান টপকাতে ৪৬৮ রান দরকার কোহলির। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। তাই বিরাটের কাছে সুযোগ রয়েছে ক্যালিসের রান টপকানোর।

ওয়েস্ট ইন্ডিজ়ের ঘরের মাঠে সর্বাধিক রান

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ১৩৬৫ রান করেছেন বিরাট। ৫০.৬৫ গড়ে এই রান করেছেন তিনি। পাঁচটি শতরান ও ছ’টি অর্ধশতরান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তাদের দেশে সব থেকে বেশি রান রয়েছে রাহুল দ্রাবিড়ের। ভারতের বর্তমান কোচ সে দেশে করেছেন ১৮৩৮ রান। ৪৭৪ রান করলেই কোচকে টপকে যাবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সর্বাধিক শতরান

ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১১টি শতরান করেছেন বিরাট। এবি ডিভিলিয়ার্সও ১১টি শতরান করেছেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। তালিকায় সবার আগে সুনীল গাওস্কর। তাঁর রয়েছে ১৩টি শতরান। অর্থাৎ, এ বারের সিরিজ়ে বিরাট তিনটি শতরান করলেই গাওস্করকে টপকে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli India Cricket India Vs West Indies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE