বিশ্বকাপের ওপেনিং জুটি নিয়ে মুখ খুললেন রোহিত। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে রোহিত শর্মার সঙ্গে কার ওপেন করা উচিত? লোকেশ রাহুল? না বিরাট কোহলী? এশিয়া কাপের পর থেকে এই প্রশ্ন সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেটে। সেই প্রশ্নের জবাব দিলেন রোহিত শর্মা। সব জল্পনায় জল ঢেলে দিলেন ভারতীয় অধিনায়ক। জানিয়ে দিলেন, বিশ্বকাপে তাঁর সঙ্গে কোহলী নন, রাহুলই ওপেন করবেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে সাংবাদিক বৈঠকে ওপেনিং নিয়ে মুখ খোলেন রোহিত। তিনি বলেন, ‘‘কোহলী আমাদের দলের তৃতীয় ওপেনার। এশিয়া কাপের শেষ ম্যাচে ও যে ভাবে খেলেছে তাতে আমরা খুব খুশি। কিন্তু বিশ্বকাপে আমাদের হয়ে রাহুল ওপেন করবে। ওর খেলা অনেকের নজরে আসে না। দলের জন্য ও খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’’
ওপেনিং নিয়ে যে জল্পনা চলছে সেই বিষয়ে তাঁরা জানেন বলে জানিয়েছেন রোহিত। তাঁর কথায়, ‘‘আমি সবটা পরিষ্কার করতে চাই। আমরা জানি, ওপেনিং নিয়ে কী জল্পনা চলছে। কিন্তু দলের ভিতরের খবর আমরাই জানি। আমরা খুব পরিষ্কার যে বিশ্বকাপে রাহুলই ওপেন করবে। দলের হয়ে টপ অর্ডারে ও বড় ভূমিকা নিতে পারে।’’
রোহিতের মতে, কোহলী এর আগেও দেখিয়েছেন যে তিনি ওপেন করতে পারেন। সেটা ম্যানেজমেন্টের মাথায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। রোহিত বলেন, ‘‘কোন ক্রিকেটার দলের জন্য কোথায় কাজে লাগতে পারে সেটা আমরা জানি। কোহলী আগেও ওপেন করেছে। সেটা আমাদের মাথায় আছে। বিশ্বকাপে ও অবশ্যই আমাদের জন্য একটা বিকল্প। ও থাকায় তৃতীয় ওপেনার নিতে হয়নি আমাদের। দরকার পড়লে ওকে ওপেনিংয়ে কাজে লাগানো হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy