Advertisement
০৫ মে ২০২৪
India vs England

‘জেতার সাহসটাই দেখাতে পারিনি’, ইংল্যান্ডের কাছে ২৮ রানে হার, রোহিত দোষ দিলেন কোন ‘ভীতু’-দের

২৮ রানে ইংল্যান্ডের জয়ের পর রোহিত শর্মা দোষ দিলেন ব্যাটারদের। ভারত অধিনায়কের মতে তাঁর দল জেতার সাহসটাই দেখাতে পারেনি। ম্যাচের পর কোন ‘ভীতু’-দের দোষ দিলেন রোহিত?

Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ ১৯:৪৫
Share: Save:

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিল ইংল্যান্ড। ২৮ রানে ইংল্যান্ডের সেই জয়ের পর রোহিত শর্মা দোষ দিলেন ব্যাটারদের। ভারত অধিনায়কের মতে তাঁর দল জেতার সাহসটাই দেখাতে পারেনি। ব্যাটারদের নিয়েও খুশি হতে নন রোহিত।

ম্যাচ শেষে রোহিতকে জিজ্ঞেস করা হয়েছিল হারের কারণ কী? উত্তরে ভারত অধিনায়ক বলেন, “কোনও একটা কারণ বলা কঠিন। ১৯০ রানে লিড পেয়েছিলাম আমরা। ম্যাচের মধ্যে ছিলাম শনিবার পর্যন্ত। কিন্তু ম্যাচ জেতার সাহসটাই দেখাতে পারলাম না। লোয়ার অর্ডারের ব্যাটারেরা ভাল ব্যাট করেছে, কিন্তু আমাদের ব্যাটারেরা ব্যর্থ।”

ইংল্যান্ডের জয়ের নেপথ্যে বড় কারণ অলি পোপ। ইংরেজ ব্যাটার ১৯৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। রোহিতও তাঁর প্রশংসা করেন। ভারত অধিনায়ক বলেন, “ভারতের মাটিতে বিদেশি ক্রিকেটারদের খেলা অন্যতম সেরা ইনিংস। আমরা একটা সময় পর্যন্ত ম্যাচে ছিলাম। কিন্তু পোপের ইনিংসের পর খেলা ঘুরে যায়। আমাদের বোলারেরা ভাল বল করেছে। ঠিক জায়গায় বল রাখছিল। কিন্তু পোপ অসাধারণ খেলল।”

পাঁচ টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ হেরে গেল ভারত। আরও চারটি ম্যাচ বাকি। রোহিত বলেন, “দল হিসাবে আমরা ব্যর্থ। ব্যাটারেরা ব্যর্থ। আমি চেয়েছিলাম খেলাটা পঞ্চম দিনে যাক। ৩০ রান মতো বাকি ছিল। আমরা জিততেও পারতাম।”

ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ২৪৬ রান। জবাবে ভারত করে ৪৩৬ রান তুলে চাপে ফেলে দিয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু পোপের দাপটে ইংল্যান্ড তোলে ৪৩৬ রান। ভারতের সামনে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য রেখেছিলেন বেন স্টোকসেরা। সেই রান তুলতে নেমে ভারতের ব্যাটারদের উপর শাসন করেন অভিষেক ম্যাচ খেলতে নামা টম হার্টলি। একাই ৭ উইকেট তুলে নেন তিনি। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২০২ রানে।

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু ২ ফেব্রুয়ারি থেকে। সেই ম্যাচ হবে বিশাখাপত্তনমে। বাকি টেস্টগুলি রাজকোট, রাঁচী এবং ধর্মশালাতে। পাঁচ টেস্টের লম্বা সিরিজ়ে ফিরে আসার সুযোগ পাবেন রোহিতেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India vs England Rohit Sharma Team India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE