সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরুণ চক্রবর্তী খেলবেন? উত্তর এখনও জানেন না রোহিত শর্মা। ভারত অধিনায়কের চিন্তা বেড়ে গিয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলা হর্ষিত রানার জায়গায় রবিবার বরুণকে খেলিয়েছিল ভারত। তিনি পাঁচ উইকেট নেন। এর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে বসানো কঠিন। তা নিয়েই চিন্তায় রোহিত।
রবিবার ভারত প্রথমে ব্যাট করে ২৪৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নিউ জ়িল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২০৫ রানে। বরুণ সেই ইনিংসে একাই নেন পাঁচ উইকেট। ম্যাচ শেষে রোহিত বলেন, “বরুণ অন্য ধরনের বোলার। আমরা দেখতে চেয়েছিলাম ও কেমন বল করে। এই পিচে কী করতে পারে সেটা দেখে নিতে চেয়েছিলাম। এ বার পরের ম্যাচের আগে আমাদের ভাবতে হবে। এমন চিন্তা থাকা ভাল। ও যদি ঠিক ভাবে বল করতে পারে তা হলে বরুণকে খেলা খুব কঠিন।”
আরও পড়ুন:
২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল ভারত। সেই দলের বিরুদ্ধেই মঙ্গলবার সেমিফাইনালে খেলবেন রোহিতেরা। সেই ম্যাচের আগে ভারত অধিনায়ক বলেন, “আইসিসির প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া সব সময়ই ভাল খেলে। খুব ভাল ম্যাচ হবে। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমাদের নিজেদের কাজটা করতে হবে ঠিক করে। আশা করি এ বারে ফল আমাদের পক্ষে হবে।”
রবিবারের ম্যাচে একটা সময় তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ৯৮ রানের জুটি গড়েন শ্রেয়স আয়ার এবং অক্ষর পটেল। রোহিত বলেন, “জয়টা খুব প্রয়োজন ছিল। নিউ জ়িল্যান্ড খুব ভাল দল। বেশ ভাল খেলছে শেষ কিছু ম্যাচে। অক্ষর-শ্রেয়সের জুটিটা প্রয়োজন ছিল। বিশেষ করে প্রথম পাওয়ার প্লে-তে উইকেট হারানোর পর। ওদের জন্যই বড় রান তুলতে পেরেছি। আমাদের বোলারদের যা ক্ষমতা, তাতে বিশ্বাস ছিল যে ম্যাচ জিতব।”