রোহিত শর্মা। —ফাইল চিত্র।
অক্ষর পটেলের উপর বিরক্ত হলেন রোহিত শর্মা। মহেন্দ্র সিংহ ধোনিকে নকল করার চেষ্টা করছিলেন অক্ষর। কিন্তু ঠিক ভাবে করতে পারেননি তিনি। ফলে তাঁর উপর রেগে যান রোহিত। অক্ষরকে বোঝান, কী ভাবে তাঁর নকল করা উচিত ছিল।
ঘটনাটি ঘটেছে একটি অনুষ্ঠানে। সেখানে গিয়েছিলেন ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার। রোহিত ও অক্ষর ছাড়া সেখানে ছিলেন সূর্যকুমার যাদব, শিবম দুবে ও আরশদীপ সিংহ। সেখানেই একটি মজার খেলা চলছিল। সেই খেলা চলাকালীনই বিরক্ত হন রোহিত।
ক্রিকেটারদের একটি করে কার্ড দেওয়া হয়েছিল। সেখানে অন্য এক ক্রিকেটারের নাম লেখা ছিল। কার নাম লেখা রয়েছে সেটি তিনি দেখতে পাবেন না। অন্য এক জন অভিনয় করে সেই ক্রিকেটারের নাম বোঝানোর চেষ্টা করবেন। রোহিতের হাতের বোর্ডে ছিল ধোনির নাম। অক্ষর তাঁকে অভিনয় করে দেখাচ্ছিলেন। তিনি একটি ছক্কা মারার অভিনয় করেন। রোহিত বুঝতে পারেননি। তিনি বলেন, “সব ক্রিকেটারই তো এ ভাবে ছক্কা মারে।”
তার পরে সূর্যকুমার রোহিতকে জানান, তিনি অভিনয় করে দেখাচ্ছেন। সূর্য ধোনির পরিচিত হেলিকপ্টার শট মারেন। সেটা দেখেই রোহিত ধোনির নাম বলেন। তার পরে অক্ষরের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে রোহিত বলেন, “হেলিকপ্টার মারতে হত। তা হলে আগেই বুঝতে পারতাম। ভাল করে অভিনয়ও করতে পারিস না।” রোহিতের কথা শুনে সেখানে উপস্থিত বাকিরা হেসে ফেলেন।
সদ্য বাংলাদেশের বিরুদ্ধে ২-০ টেস্ট সিরিজ় জিতেছে ভারত। এ বার তাদের লক্ষ্য নিউ জ়িল্যান্ড। চলতি মাসেই শুরু তিন টেস্টের সিরিজ়। তার পরে নভেম্বরে পাঁচ টেস্টের সিরিজ় খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় দল। এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া রোহিত। আরও একটি আইসিসি ট্রফি জেতার লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy