Advertisement
২৫ এপ্রিল ২০২৪
shikhar dhawan

India Vs West Indies: ভয় পেয়ে গিয়েছিলাম! ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বললেন ধবন

৩০৮ রান করার পরে মাত্র তিন রানে জিতেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ যে ভাবে রান তারা করেছে তাতে একটা সময় ভয় পেয়ে গিয়েছিলেন শিখর ধবন।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও চিন্তায় ধবন

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও চিন্তায় ধবন ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১১:০৬
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতেও চিন্তা যাচ্ছে না শিখর ধবনের। দলের খেলায় খুশি নন ভারত অধিনায়ক। ৩০৮ রান করার পরেও ওয়েস্ট ইন্ডিজ যে ভাবে রান তাড়া করেছে তাতে একটা সময় ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। ভারতীয় দলের খেলায় এখনও অনেক উন্নতি প্রয়োজন বলে মনে করছেন তিনি।

মাত্র তিন রানে প্রথম এক দিনের ম্যাচ জেতার পরে ধবন বলেন, ‘‘আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবিনি ওয়েস্ট ইন্ডিজ এতটা কাছে চলে আসবে।’’ চিন্তায় পড়ে গেলেও কখনওই হাল ছেড়ে দেয়নি ভারত। শেষ দিকে বিশেষ কয়েকটি পরিকল্পনা দলকে জিতিয়েছে বলে জানিয়েছেন ধবন। তিনি বলেন, ‘‘ফাইন লেগের ফিল্ডারকে বাউন্ডারিতে পাঠিয়ে দিয়েছিলাম। ওখানে বেশ কয়েকটা বল গিয়েছিল। ফিল্ডার ৩০ গজের ভিতরে থাকলে দু’-তিনটে চার হয়ে যেতে পারত। কিন্তু সেগুলো হয়নি। ওখানেই খেলাটা আমাদের দিকে ঘুরে যায়।’’

গত কয়েক মাসে ওয়েস্ট ইন্ডিজ ভাল খেলতে পারেনি। বাংলাদেশের কাছে ০-৩ ব্যবধানে হেরেছে তারা। সেই দলের বিরুদ্ধে আরও দাপট দেখিয়ে জিততে চেয়েছিলেন ধবন। সেটা হয়নি। দলের খেলায় এখনও উন্নতি করার জায়গা আছে বলে মনে করেন তিনি। ধবন বলেন, ‘‘প্রতিটা দিন ভাল যায় না। তবে আমাদের আরও ভাল খেলতে হবে। এ ভাবে প্রতি ম্যাচে চাপ নেওয়া যাবে না।’’

প্রথমে ব্যাট করতে নেমে ৯৭ রান করেছেন ধবন। তাঁর ব্যাটিংয়ের জোরেই ৩০৮ রান করে ভারত। তিন রানের জন্য শতরান হাতছাড়া হওয়ায় কিছুটা হলেও হতাশ ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘‘৯৭ রানে আউট হওয়া খুব হতাশাজনক। কিন্তু ব্যাটিং উপভোগ করেছি। আমরা বড় রান করতে চেয়েছিলাম। সেটা করতে পেরেছি। দলের তরুণরা নিজেদের কাজটা ঠিক মতো করেছে।’’

২০১৯ সালের বিশ্বকাপে শেষ শতরান করেছিলেন ধবন। তিন বছর পরে ফের তিন অঙ্কে যাওয়ার সুযোগ ছিল তাঁর কাছে। সেটা হয়নি। বাকি দুই ম্যাচে নিজের ছন্দ ধরে রাখতে চান ধবন। শতরানের থেকে দলের জয় তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই বাকি দুই ম্যাচে নামবেন বলে জানিয়েছেন ধবন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE