Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bangladesh Cricket

শাকিবদের খেলায় হতাশ বাংলাদেশের ভারতীয় কোচ, বিশ্বকাপ ভাবনায় নেই একাধিক ক্রিকেটার

এশিয়া কাপে দলের খেলায় ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেট কর্তারা। শ্রীরামের পরামর্শ মতো টি-টোয়েন্টি দলের খোলনলচে বদলাতে চাইছেন তাঁরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকতে পারে একাধিক নতুন মুখ।

এশিয়া কাপে শাকিবদের খেলায় ক্ষুব্ধ কোচ, কর্তারা।

এশিয়া কাপে শাকিবদের খেলায় ক্ষুব্ধ কোচ, কর্তারা। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৭
Share: Save:

এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। শাকিব আল হাসানের দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। হতাশ বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরামর্শদাতা শ্রীধরন শ্রীরামও। বিশ্বকাপের আগে শাকিবদের দলে রদবদল চান তিনি।

প্রত্যাশা পূরণে ব্যর্থ শাকিবরা। বাংলাদেশের ক্রিকেট কর্তা থেকে সমর্থকরা জাতীয় দলের পারফরম্যান্সে বেশ বিরক্ত। ভারতীয় কোচ শ্রীরামও মনে করছেন, এই দল নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফল করা অসম্ভব। এশিয়া কাপের কয়েক দিন আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এশিয়া কাপে শাকিবদের খেলা দেখার পর তিনি মনে করছেন, দু’তিন জন ক্রিকেটার পরিবর্তন করতে হবে। নিজের মতামত বোর্ড কর্তাদের জানিয়েছেন শ্রীরাম। কোন ক্রিকেটারদের বিশ্বকাপের দলে চাইছেন না, তা নিয়ে অবশ্য প্রকাশ্যে কিছু বলেননি শ্রীরাম। তাঁর পর্যবেক্ষণ যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিসিবি।

বাংলাদেশের জাতীয় নির্বাচক আবদুর রজ্জাক বলেছেন, ‘‘শ্রীরাম দলের সঙ্গে যোগ দেওয়ার পর প্রথমে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখতে চেয়েছিলেন। উনি চেয়েছিলেন ছেলেদের মানসিকতা বুঝতে। ক্রিকেট নিয়ে ওদের ভাবনা-চিন্তা বুঝতে। সকলের মতামত আলাদা হতেই পারে। উনি যে পর্যবেক্ষণের কথা আমাদের জানিয়েছেন, তাতে আপত্তি করার মতো কিছু নেই আমাদের।’’

১২ সেপ্টেম্বর থেকে মীরপুরে জাতীয় দলের শিবির শুরু করবেন শ্রীরাম। লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। তা নিয়ে রজ্জাক বলেছেন, ‘‘জাতীয় দলে থাকতে পারে এমন সব ক্রিকেটারের প্রস্তুতি শিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক।’’ জাতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গে জাতীয় নির্বাচকরা আলোচনা করবেন বিশ্বকাপের দল ঘোষণার আগে। বেশ কিছু রদবদলের ইঙ্গিত দিয়েছেন রজ্জাক। তিনি বলেছেন, ‘‘শ্রীরামের সঙ্গে আমি আবার আলোচন করব। নতুন কয়েক জন ক্রিকেটারকে আমরা টি-টোয়েন্টি দলে নিয়ে আসব। অন্তত দু’জনকে বাদ দেওয়া হবে।’’

বিসিবির ক্রিকেট ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তন করার যথেষ্ট যুক্ত রয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা নতুন দল তৈরি করতে চাইছি। সেটাই চেষ্টা করা হচ্ছে। নতুন কোচ এসেছেন। তিনি দলের খোলনোলচে বদলাতে চান। আমরা এখান থেকেই নতুন যাত্রা শুরু করতে চাইছি। দলে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে। ফল ভাল হোক বা খারাপ আমরা নতুন পদ্ধতি অনুসরণ করতে চাইছি।’’

জালাল আরও বলেছেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটই থাকবে। এটাই এখন সব থেকে জনপ্রিয়। প্রতিযোগিতার মানও ভাল। অনেকেই এখন এক দিনের ক্রিকেট খেলতে চাইছে না। অনেকে বলছে ওভার সংখ্যা কমিয়ে ৪০ করতে। আমার মনে হয় আগামী দিনে টেস্ট এবং ২০ ওভারের ক্রিকেটই থাকবে। তাই আমরা টি-টোয়েন্টি ক্রিকেটকে বাড়তি গুরুত্ব দিতে চাইছি। বিশ্বকাপের ফল কেমন হবে জানি না আমরা। কিন্তু নতুন দল তৈরির চ্যালেঞ্জ থেকে সরতে চাইছি না আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE