Advertisement
০১ এপ্রিল ২০২৩
Ajinkya Rahane

Indian Cricket: ভারতীয় দল থেকে বাদ পড়া তিন ক্রিকেটার ব্যর্থ রঞ্জি ট্রফিতেও

রঞ্জি ট্রফিতে ব্যর্থ হলেন ভারতীয় দল থেকে বাদ পড়া তিন ক্রিকেটার অজিঙ্ক রহাণে, চেতেশ্বর পুজারা এবং ইশান্ত শর্মা। রান পেলেন না প্রথম দু’জন। উইকেট পেলেন না শেষ জন।

অজিঙ্ক রহাণে, ইশান্ত শর্মা, চেতেশ্বর পুজারা।

অজিঙ্ক রহাণে, ইশান্ত শর্মা, চেতেশ্বর পুজারা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ১৫:৪৮
Share: Save:

রঞ্জি ট্রফিতে ব্যর্থ হলেন ভারতীয় দল থেকে বাদ পড়া তিন ক্রিকেটার অজিঙ্ক রহাণে, চেতেশ্বর পুজারা এবং ইশান্ত শর্মা। রান পেলেন না প্রথম দু’জন। উইকেট পেলেন না শেষ জন।

Advertisement

শুক্রবার রহাণে প্রথম বলেই আউট হয়ে যান। তাঁর মুম্বই মুখোমুখি হয়েছে ওড়িশার। রাজেশ মোহান্তির বলে গোবিন্দ পোদ্দারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রহাণে। সচিন যাদব আউট হওয়ার পরে চার নম্বরে নামেন রহাণে। কিন্তু প্রথম বলেই কোনও রান না করে ফিরে যান। ওড়িশার ২৮৪ রানের জবাবে মুম্বই ৩ উইকেটে ১৩১ রান তুলেছে।

আরও পড়ুন:

পুজারার অবদান ২৮। তাঁর সৌরাষ্ট্র খেলছে গোয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার পুজারা ৪৭ বল উইকেটে ছিলেন। চারটি চার মারেন। রহাণের মতো তিনিও চার নম্বরে নামেন। সুয়াস প্রভুদেশাইয়ের বলে এলবিডব্লিউ হন তিনি। পুজারা রান না পেলেও চিরাগ জানি (১৪০) এবং শেলডন জ্যাকসন (৯৭) সৌরাষ্ট্রকে ৩৪৭ রানে পৌঁছে দেন। গোয়া ৪ উইকেটে ১৭৩ রান তুলেছে।

সফল হলেন না ইশান্তও। ১০ ওভার বল করে কোনও উইকেট নিতে পারেননি। তাঁর দিল্লি খেলছে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে। ইশান্ত শুধু উইকেট পাননি, তা-ই নয়, দিল্লির বোলারদের মধ্যে তিনিই সব থেকে খারাপ বল করেন। তাঁর ১০ ওভারে ৫৮ রান ওঠে। দিল্লির আর কোনও বোলার এত মার খাননি। চারটি নো-বল করেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.