গত বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাডেজা। বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর নেওয়ার পর তিনিও নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। কিন্তু ক্রিকেটের বাকি দুই ফরম্যাটে খেলছেন তিনি। ইংল্যান্ড সিরিজ়েও দলে রয়েছেন ভারতীয় স্পিনার। ইংল্যান্ড সিরিজ়ের মাঝে তাঁকে অবসর নিয়ে খোঁচা মেরেছেন দুই সতীর্থ। তার জবাবও দিয়েছেন জাডেজা।
গত বছর ২৯ জুন ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। এ বার ২৯ জুন তার এক বছর পূর্ণ হয়েছে। সেই কারণে, বার্মিংহ্যামে ভারতের টিম হোটেলে একটা উৎসব হয়। কেক কাটেন বিশ্বকাপের সেই দলে থাকা ঋষভ পন্থ, অর্শদীপ সিংহ, জসপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজা। সকলে মিলে মজা করেন। সেই ভিডিয়ো পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
কেক কাটার পরে মজায় মাতেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখানেই দেখা যায়, জাডেজাকে কেক খাইয়ে দিচ্ছেন পন্থ ও বুমরাহ। তার পরেই তাঁরা খোঁচা মেরে জাডেজাকে বলেন, “অবসর জীবনের শুভেচ্ছা।” সে কথা শুনে জাডেজা বলে, “একটা ফরম্যাট থেকেই তো শুধু নিয়েছি।” অর্থাৎ, তিনি বোঝাতে চান, এখনও বাকি দুই ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাবেন।
আরও পড়ুন:
দীর্ঘ ১১ বছর পর ২০২৪ সালে কোনও আইসিসি ট্রফি জিতেছে ভারত। ২০০৭ সালের পর দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল বার্বাডোজ়ে ফাইনালে হারায় দক্ষিণ আফ্রিকাকে। গোটা প্রতিযোগিতায় রান না পেলেও ফাইনালে ম্যাচ জেতানো ৭৬ রান করেন কোহলি। তার পরেও একটা সময় দেখে মনে হচ্ছিল ভারত হেরে যাবে। দক্ষিণ আফ্রিকার জিততে দরকার ছিল ৩০ বলে ৩০ রান। সেখান থেকে খেলা ঘোরান হার্দিক পাণ্ড্য, বুমরাহ ও অর্শদীপ। ৮ রানে জেতে ভারত। সিরিজ়ের সেরা হন বুমরাহ।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের শুরুটা অবশ্য ভাল হয়নি ভারতের। হেডিংলেতে প্রথম টেস্ট হেরেছে তারা। বুধবার থেকে এজবাস্টনে শুরু দ্বিতীয় টেস্ট। সেখানে জেতার লক্ষ্যে নিজেদের তৈরি করছেন শুভমন গিলেরা। তার মাঝেই এক বছর আগের স্মৃতিতে মাতলেন বুমরাহ, পন্থ, জাডেজারা।