Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Shikhar Dhawan

‘জানি কেরিয়ার শেষ, রঞ্জি খেলে কী হবে’! এ বার অবসরের ভাবনা ভারতীয় দলে ব্রাত্য ধাওয়ানের?

ভারতের টেস্ট দলে আর সুযোগ পান না তিনি। সাদা বলের ক্রিকেটেও অনেক দিন খেলেননি। তবে কি ভারতের ক্রিকেট মানচিত্র থেকে সরে যাচ্ছেন শিখর ধাওয়ান? কী বলছেন বাঁহাতি ওপেনার?

Picture of Shikhar Dhawan

জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না শিখর ধাওয়ান। অবসরের ভাবনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটারের মনে! —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৩
Share: Save:

২০১৮ সালের পর থেকে ভারতের টেস্ট দলে সুযোগ পাননি। টি-টোয়েন্টি দলেও ব্রাত্য। একমাত্র এক দিনের দলে খেলছিলেন। কিন্তু গত কয়েকটি সিরিজ়ে তাঁকে না নিয়ে বিসিসিআই এক প্রকার স্পষ্ট করে দিয়েছে, ভারতের বিশ্বকাপের পরিকল্পনায় নেই তিনি। এ কথা ভাল ভাবেই জানেন শিখর ধাওয়ান। তা হলে কি এখন থেকেই অবসরের কথা ভাবছেন তিনি!

একটি সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ধাওয়ান। জাতীয় দলে সুযোগ না পেলেও রঞ্জি ট্রফি খেলেন না তিনি। তা নিয়ে ধাওয়ানের সমালোচনাও হয়েছে। কেন তিনি রঞ্জি খেলেন না সে কথা জানিয়েছেন বাঁহাতি ওপেনার। ধাওয়ান বলেছেন, ‘‘কেন খেলব? আমি জানি আমার টেস্ট কেরিয়ার শেষ। গত ২-৩ বছর ধরে সুযোগ পাইনি। তা হলে অকারণে রঞ্জি খেলে কী হবে?’’

তবে ঘরোয়া সাদা বলের ক্রিকেট তিনি এখনও কিছু দিন খেলতে চান বলে জানিয়েছেন ধাওয়ান। বলেছেন, ‘‘ঘরোয়া এক দিনের ও টি-টোয়েন্টি প্রতিযোগিতা খেলি। ওই দুটো দলে সুযোগ পাওয়ার এখনও কিছুটা সম্ভাবনা আছে। কিন্তু সেটাও কত দিন খেলব ঠিক নেই।’’

ভারতীয় দলে এখন ওপেনারের ছড়াছড়ি। শুভমন গিল, ঈশান কিশনদের বসে থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর দলে ঢোকা সহজ নয়, এ কথা জানেন ধাওয়ান। তিনি বলেছেন, ‘‘এক জন ক্রিকেটারের জীবনে বয়স খুব গুরুত্বপূর্ণ। সবাই তরুণদের উপর ভরসা রাখে। তাদের বেশি সময় দেয়। সেটা আমি পাব না। তাই বেশি ঘরোয়া ম্যাচ খেলি না। শরীরকে বিশ্রাম দিই।’’

গত বছর রোহিত শর্মার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ় সফরে ভারতের এক দিনের দলের অধিনায়ক করা হয়েছিল ধাওয়ানকে। পরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও এক দিনের সিরিজ়ে প্রথমে অধিনায়ক ছিলেন ধাওয়ান। কিন্তু লোকেশ রাহুল সুস্থ হয়ে দলে ফিরলে ধাওয়ানকে সরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়। সেই সিরিজ়ের পর থেকে আর ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না ধাওয়ান। অথচ, গত বছর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান করেছিলেন তিনি। এর থেকেই পরিষ্কার, টেস্টের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও ধাওয়ান কত দিন দলে থাকবেন তা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shikhar dhawan India Cricket BCCI retirement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE