ভারতে জন্মালেও দুবাইয়ে থাকেন জসকীরন সিংহ। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তিনি। তবে ভালবাসেন ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মাঠে নেট বোলার হিসাবে নেওয়া হয়েছে তাঁকে। ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচের আগে তাঁকে একজোড়া নতুন জুতো উপহার দিয়েছেন শ্রেয়স আয়ার। তবু মন ভরেনি জসকীরনের। কারণ, ভারতের বিরুদ্ধে বল করারই সুযোগ পাননি তিনি।
দুবাইয়ে ভারতের প্রথম ম্যাচ থেকেই তিনি রয়েছেন। আগের দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের নেট বোলারের কাজ করেছেন তিনি। ভারত তাঁকে ব্যবহার করেনি। কারণ, জসকীরন স্পিনার। ভারতীয় দলে পাঁচ জন স্পিনার রয়েছেন। ফলে তাঁকে দরকার পড়েনি রোহিত শর্মাদের। তবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের অনুশীলনে ছিলেন জসকীরন। ভেবেছিলেন, বল করার সুযোগ পাবেন। কিন্তু ফিল্ডিং ছাড়া কিছু করেননি তিনি।
শুক্রবার অনুশীলনের মাঝে তাঁর কাছে যান শ্রেয়স। তাঁকে একজোড়া জুতো উপহার দেন। সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন জসকীরন। তিনি বলেন, “শ্রেয়স ভাই এসে বলে, ‘পাজি কেমন আছো? সব ঠিক তো?’ তার পর আমাকে জিজ্ঞাসা করে আমার জুতোর সাইজ় কত? আমি বলি, ১০। সে কথা শুনে আমাকে একজোড়া নতুন জুতো উপহার দেয়। এই উপহারের গুরুত্ব আমার কাছে অনেক।”
আরও পড়ুন:
জসকীরন চেয়েছিলেন, ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বল করতে। সেই স্বপ্ন তাঁর পূরণ হয়নি। তাই কিছুটা হলেও মন খারাপ তাঁর। কিন্তু শেষ পর্যন্ত ভারতের অনুশীলনে থাকতে পেরেছেন তিনি। জসকীরন বলেন, “আমি ভেবেছিলাম, ওরা বল করতে ডাকবে। বিশেষ করে ঋষভ পন্থের বিরুদ্ধে বল করতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। তবে ফিল্ডিং করেছি। দেখেছি, অনুশীলনের সময় সকলে কত পরিশ্রম করে। আবার নিজেদের মধ্যে মজাও করে। ওদের দেখে বোঝা যায়, দলের পরিবেশ কতটা ভাল।”
রবিবার দুবাইয়ের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত ও নিউ জ়িল্যান্ড। দু’দলই ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে। তবে রবিবারের ম্যাচের উপর নির্ভর করছে কোন দল গ্রুপ শীর্ষে থাকবে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে কিছু বদল হতে পারে। যাঁরা আগের দুই ম্যাচে খেলেননি তাঁদের খেলিয়ে দেখে নিতে পারেন গৌতম গম্ভীরেরা।