বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভাল খবর ভারতীয় দলে। ভাল খেলার পুরস্কার পেলেন শুভমন গিল। আইসিসির ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষে উঠেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচে একটি শতরান ও দু’টি অর্ধশতরান করেছেন শুভমন। তিন ম্যাচে ২৫৯ রান করেছেন। ভাল খেলায় পয়েন্ট বেড়েছে তাঁর। বুধবার প্রকাশিত এক দিনের ক্রিকেটে আইসিসির ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন শুভমন। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৬। এত দিন শীর্ষে ছিলেন পাকিস্তানের বাবর আজ়ম। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৩। বাবরকে টপকে গিয়েছেন শুভমন।
আরও পড়ুন:
ব্যাটারদের ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে কটকে শতরান করলেও উন্নতি হয়নি তাঁর। রোহিতের রেটিং পয়েন্ট ৭৬১। পুরনো ক্রমতালিকায় চার নম্বরে ছিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলেননি তিনি। দ্বিতীয় ম্যাচে খেললেও রান পাননি। মাত্র ৫ রান করে আউট হয়েছেন। তৃতীয় ম্যাচে অর্ধশতরান করলেও চার থেকে ছ’নম্বরে নেমেছেন কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৭২৭।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
প্রথম দশ ব্যাটারের মধ্যে আরও এক ভারতীয় রয়েছেন। নবম স্থানে উঠেছেন শ্রেয়স আয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচেই ভাল রান করেছেন তিনি। ফলে উন্নতি হয়েছে তাঁর। শ্রেয়সের রেটিং পয়েন্ট ৬৭৯। ব্যাটিং ক্রমতালিকায় প্রথম দশের বাকি ক্রিকেটারেরা হলেন, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন (চার), নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল (পাঁচ), আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর (সাত), শ্রীলঙ্কার চরিথ আসালঙ্ক (আট) ও ওয়েস্ট ইন্ডিজ়ের শাই হোপ (দশ)।