Advertisement
E-Paper

মহিলাদের এক দিনের ক্রিকেটে বছরের সেরা হওয়ার দৌড়ে স্মৃতি, লড়াইয়ে আরও তিন জন

মহিলাদের এক দিনের ক্রিকেটে এই বছরের সেরা ক্রিকেটার হওয়ার জন্য চার জন রয়েছেন। তাঁদের মধ্যে এক জন ভারতের স্মৃতি মন্ধানা। ভারতীয় ব্যাটারের সঙ্গে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার তিন জন ক্রিকেটার লড়াইয়ে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৯:৫২
Smriti Mandhana

স্মৃতি মন্ধানা। —ফাইল চিত্র।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড় শুরু। মহিলাদের এক দিনের ক্রিকেটে এই বছরের সেরা ক্রিকেটার হওয়ার জন্য চার জন রয়েছেন। তাঁদের মধ্যে এক জন ভারতের স্মৃতি মন্ধানা। ভারতীয় ব্যাটারের সঙ্গে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার তিন জন ক্রিকেটার লড়াইয়ে রয়েছেন।

২০২৪ সালে মন্ধানা ১২টি এক দিনের ইনিংসে ৭৪৩ রান করেছেন। চারটি শতরান করেছেন। তাঁর গড় ৬১.৯১ এবং স্ট্রাইক রেট ৯৬.৯৯। মন্ধানার সঙ্গে দৌড়ে দক্ষিণ আফ্রিকার লরা উলভারৎ, শ্রীলঙ্কার চামারি আতাপত্তু এবং অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। মন্ধানা এই বছর জুন মাস থেকে ফর্মে রয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর পর দু’টি ম্যাচে শতরান করেছিলেন। এর পর নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও শতরান করেছিলেন তিনি। এই চারটি শতরান তাঁকে সেরার দৌড়ে রেখেছে।

উলভারৎ ১২টি ইনিংসে ৬৯৭ রান করেন। তাঁর গড় ৮৭.১২। স্ট্রাইক রেট ৮৭.৩৪। এই দক্ষিণ আফ্রিকার হয়ে ধারাবাহিক ভাবে রান করে গিয়েছেন তিনি। শ্রীলঙ্কার চামিরা ৯ ইনিংসে এই বছর ৪৫৮ রান করেছেন। গড় ৬৫.৪২ এবং স্ট্রাইক রেট ১০১.১০। বল হাতে ৯ উইকেটও নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার সাদারল্যান্ড ৯ ইনিংসে ৩৬৯ রান করেছেন। তাঁর গড় ৫২.৭১। স্ট্রাইক রেট ১০০.২৭। বল হাতে ১৩টি উইকেট নিয়েছেন অলরাউন্ডার সাদারল্যান্ড। তাঁদের ছাপিয়ে মন্ধানা বছরের সেরা হতে পারেন কি না সেই দিকে নজর থাকবে ভারতীয় সমর্থকদের।

Smriti Mandhana ICC ODI Cricket Team India Women
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy