আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ২৭,৮০৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৮৩ শতরানের মালিক তিনি। কিন্তু এখনও রানের খিদে কমেনি বিরাট কোহলির। এখনও দেশকে জেতাতে একই রকম আবেগ নিয়ে মাঠে নামেন তিনি। ৩৭ বছর বয়সেও মানসিক ভাবে কতটা প্রস্তুত তিনি, তা জানিয়েছেন ভারতীয় ব্যাটার।
রাঁচীতে ম্যাচ জেতানো শতরানের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি ভিডিয়োতে মুখ খুলেছেন কোহলি। সেখানে তাঁর ইনিংসের নানা ঝলক দেখানো হয়েছে। কোহলি বলেছেন, “আমার কাছে আসল বিষয় হল সচেতনতা। আপনি পরিস্থিতি অনুযায়ী কতটা সচেতন, সাফল্য ও ব্যর্থতার সময় কতটা সচেতন, তার উপর নির্ভর করে আপনি মানসিক ভাবে কতটা খেলার মধ্যে রয়েছেন। আমি সব সময় সচেতন থাকার চেষ্টা করি।”
কোহলির মতে, মাঠে নামার পর থেকে খেলার বাইরে অন্য কিছু তাঁর কানে ঢোকে না। প্রতিটি মুহূর্ত খেলার মধ্যে থাকেন তিনি। নিজেকে সজাগ রাখেন। প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন। এখনও উন্নতি করার চেষ্টা করেন। কোহলি বলেছেন, “মনের মধ্যে কী চলছে তা নিয়ে সচেতন থাকতে হবে। তার জন্য পরিশ্রম করতে হবে। এক দিনে হবে না। আমি এত বছর ধরে পরিশ্রম করেছি। কিন্তু এখনও প্রতিদিন উন্নতির চেষ্টা করি। এখনও প্রতিদিন আরও ভাল ব্যাট করার চেষ্টা করি। আমি এ রকমই।”
আরও পড়ুন:
রাঁচীতে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে কোহলি জানিয়েছিলেন, মাঠের নয়, মানসিক প্রস্তুতিই তাঁর কাছে আসল। তিনি বলেন, “আমি কখনও মাঠের প্রস্তুতিতে বিশ্বাস করি না। আমার কাছে মানসিক প্রস্তুতিটাই আসল। আমি কঠোর পরিশ্রম করি। যত ক্ষণ আমার শরীর ঠিকঠাক আছে এবং মানসিক তীক্ষ্ণতা রয়েছে, তত ক্ষণ জানি আমি ঠিক আছি। ম্যাচের আগে এক দিনের বিশ্রামও নিয়েছি। এখন আমার ৩৭ বছর বয়স। রিকভারির জন্যও সময় দরকার। এ ভাবেই এত দিন খেলে এসেছি। এখন তো শুধু একটা ফরম্যাটেই খেলি।”
হঠাৎ করে এক দিনের ক্রিকেট খেলতে নেমে পড়লেও তিনি যে সব সময়েই প্রস্তুত থাকেন সেটাও মনে করিয়ে দিয়েছেন কোহলি। বলেছেন, “আমি ৩০০টা এক দিনের ম্যাচ খেলেছি। যদি আপনি খেলাটার সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন, অনুশীলনে ভাল শট মারতে পারেন এবং এক ঘণ্টা বা দু’ঘণ্টা ব্যাট করতে পারেন, তা হলে জানবেন আপনি ঠিক জায়গাতেই আছেন। খারাপ ফর্মে থাকলে আপনি আরও সময় নেটে কাটানোর চেষ্টা করবেন। এ ছাড়া মানসিক ভাবে প্রস্তুত থাকা এবং খেলাটাকে উপভোগ করাই আমার কাছে আসল।” সেই মানসিক প্রস্তুতি ও সচেতনতার কথাই আরও এক বার শোনা গিয়েছে কোহলির মুখে।