ম্যাঞ্চেস্টার টেস্টে অনেকটা এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে বড় লিডের পথে তারা। মাঠের লড়াইয়ে ইংল্যান্ড টেক্কা দিলেও বাগ্যুদ্ধে পাল্লা দিচ্ছে ভারত। বেন স্টোকস, জো রুটকে রাগাতে স্লেজ করলেন যশস্বী জয়সওয়াল। সতীর্থদের তাতানোর চেষ্টা করলেন তিনি।
তৃতীয় দিনের শুরু থেকে ভাল খেলছিল ইংল্যান্ড। প্রথমে জো রুট ও ওলি পোপ এবং তার পর রুটের সঙ্গে জুটি বাঁধেন বেন স্টোকস। পোপ শতরান হাতছাড়া করলেও রুট টেস্টে তাঁর ৩৮তম শতরান করেন। অর্ধশতরান করেন স্টোকসও। প্রথম দুই সেশনে অনেক চেষ্টা করেও ভারতের পেসারেরা উইকেট তুলতে পারেননি। শুভমন গিলদের শরীরী ভাষা নেতিবাচক হয়ে যাচ্ছিল। তখনই সতীর্থদের তাতানোর চেষ্টা করেন যশস্বী।
চা বিরতির আগে দেখা যায়, স্টাম্প মাইক্রোফোনের সামনে এসে কিছু বলছেন যশস্বী। পরে শোনা যায়, তিনি বলছেন, “চলো চলো, উইকেট পড়বে। চাপে ফেলো ওদের।” তার পরেই সাই সুদর্শনের দিকে তাকিয়ে তিনি বলেন, “এখানে একটু ইংরেজি দরকার। তোমার কাছে আমি ইংরেজি শুনতে চাই।” সুদর্শন তামিলনাড়ুর ক্রিকেটার। তিনি সাধারণত ইংরেজিতেই কথা বলে থাকেন। সেই কারণেই যশস্বী তাঁকে ইংরেজিতে স্লেজ করতে বলেন। কারণ, তাঁর হিন্দিতে স্লেজিং ইংল্যান্ডের ক্রিকেটারেরা বুঝতে পারবেন না। তাঁদের বোঝাতে সুদর্শনকে ইংরেজিতে বলতে বলেন তিনি। তার পর সুদর্শন পাল্টা কি বলেন তা অবশ্য শোনা যায়নি।
আরও পড়ুন:
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাট করে ৩৫৮ রান করেছে ভারত। যশস্বী ও লোকেশ রাহুল শুরুটা ভাল করেছিলেন। ওপেনিংয়ে ৯২ রানের জুটি বাঁধেন তাঁরা। যশস্বী অর্ধশতরান করেন। ভাল শুরুর পরেও ৪০০-এর বেশি রান করতে পারেনি ভারত। জবাবে রুটের ১৫০ রানে ভর করে প্রথম ইনিংসে বড় লিডের পথে ইংল্যান্ড। যা পরিস্থিতি তাতে দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করতে না পারলে এই টেস্টেও হারতে হবে ভারতকে। কারণ, এখনও দু’দিনের খেলা বাকি রয়েছে।
প্রথম তিন টেস্টের মধ্যে দুটো হেরেছে ভারত। হেডিংলে ও লর্ডসে ভারত হারলেও দুটো ম্যাচেই লড়াই হয়েছে। একটা সময় মনে হয়েছিল, ভারত জিতবে। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করেছে ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড অনেকটা এগিয়ে রয়েছে। এই টেস্ট জিতলে সিরিজ় জিতে যাবেন স্টোকসেরা। সেই কারণেই সতীর্থদের চাঙ্গা করতে প্রতিপক্ষকে নিশানা করলেন যশস্বী। বাগ্যুদ্ধের আশ্রয় নিলেন তিনি।