আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের তিন ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলে ও এজবাস্টন টেস্টের পর ক্রমতালিকায় উঠেছিলেন তাঁরা। কিন্তু লর্ডসে রান না পাওয়ায় ক্রমতালিকায় পতন হয়েছে শুভমন গিল, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থের।
এজবাস্টনে ৪৩০ রান করার পর আইসিসি ক্রমতালিকায় এক লাফে ৬ নম্বরে উঠে এসেছিলেন শুভমন। কিন্তু লর্ডসে প্রথম ইনিংসে ১৬ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান করেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মোট ২২ রান করায় ক্রমতালিকায় ৬ থেকে ৯ নম্বরে নেমেছেন ভারত অধিনায়ক। তাঁর রেটিং ৭৬৫।
লর্ডসে রান পাননি যশস্বীও। প্রথম ইনিংসে ১৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ১৩ রান করায় ৪ থেকে ৫ নম্বরে নেমেছেন ভারতের ওপেনার। পন্থ প্রথম ইনিংসে ৭৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৯ রান করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান করা পন্থও নেমেছেন। ক্রমতালিকায় ৭ থেকে ৮ নম্বরে নেমেছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার।
আরও পড়ুন:
বদল হয়েছে শীর্ষস্থানেও। লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডের জো রুট করেছেন ১০৪ রান। দ্বিতীয় ইনিংসে ৪০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আগের সপ্তাহে ক্রমতালিকায় তাঁকে টপকে প্রথম স্থানে উঠেছিলেন ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক। লর্ডসে প্রথম ইনিংসে ১১ ও দ্বিতীয় ইনিংসে ২৩ রান করেছেন তিনি। শতরান করে সতীর্থ ব্রুককে টপকে আবার শীর্ষে রুট। তাঁর রেটিং ৮৮৮। ব্রুকের রেটিং ৮৬৭।
আইসিসির টেস্ট বোলার ও অলরাউন্ডারের তালিকায় কোনও বদল হয়নি। ৯০১ রেটিং নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে ভারতের জসপ্রীত বুমরাহ। ৪০৯ রেটিং নিয়ে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ভারতেরই রবীন্দ্র জাডেজা।