তাঁদের অনুশীলন দেখতে ভিড় জমেছিল নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে। এই মাঠেই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে অনুশীলনে মারকুটে মেজাজে দেখা গেল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তাঁদের একের পর এক শট আছড়ে পড়ল গ্যালারিতে।
বুধবার দুপুরে অনুশীলনে প্রথমে ব্যাট করতে যান রোহিত। গত এক বছরে সাদা বলের ক্রিকেটে রোহিতের ব্যাট করার ধরন বদলেছে। প্রথম থেকেই আক্রমণাত্মক শট খেলেন তিনি। অনুশীলনেও তা-ই করলেন। পেসারদের বিরুদ্ধে একের পর এক পুল খেললেন। আবার স্পিনারদের বিরুদ্ধে ক্রিজ় ছেড়ে বেরিয়ে সামনের দিকে শট মারলেন। সুইপও মারতে দেখা গেল তাঁকে। দেখে বোঝা গেল, রক্ষণাত্মক শট খেলার কোনও মানসিকতা তাঁর নেই।
রোহিতের পরে নেটে যান কোহলি। তিনিও শুরু করেন একই মেজাজে। গুড লেংথের বলে একের পর এক কভার ড্রাইভ মারেন তিনি। প্যাডের বল ফ্লিক করেন। একটু শর্ট লেংথে বল পেলেই পুল মারলেন। স্পিনারদের বিরুদ্ধে হাত খুললেন কোহলিও। তাঁদের একটা করে শট গ্যালারিতে পড়ছিল আর দর্শকেরা চিৎকার করছিলেন। তাঁরা চান, বৃহস্পতিবার ম্যাচেও একই মেজাজে খেলুন দুই ব্যাটার।
আরও পড়ুন:
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর ভারত বেশি এক দিনের ম্যাচ খেলেনি। মাত্র একটি সিরিজ় হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে দুই ব্যাটার খেলেছেন। কিন্তু লাল বলের ক্রিকেটে তাঁদের ব্যাটে রান নেই। ফলে দু’জনেরই সমালোচনা চলছে। অবসরের জল্পনাও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রঞ্জিতে নেমেছিলেন রোহিত ও কোহলি। একটি করে ম্যাচ খেলেছেন তাঁরা। সেখানেও ব্যর্থ হয়েছেন দুই ব্যাটার।
লাল বলের ক্রিকেটে ব্যর্থ হলেও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রোহিত ও কোহলি রয়েছেন। রোহিতই অধিনায়ক। কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, তাঁদের উপর বড় দায়িত্ব রয়েছে। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল খেলতে মরিয়া রোহিত ও কোহলি। তার আগে প্রস্তুতি হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনেক ম্যাচ পাবেন তাঁরা। সেখানে রান করতে চাইছেন দুই ব্যাটার। তাঁদের প্রস্তুতি থেকে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।