আর কত দিন খেলবেন রোহিত শর্মা? ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপেও কি তাঁকে দেখা যাবে? লাল বলের ক্রিকেটও কি চালিয়ে যাবেন তিনি? এই প্রশ্নের জবাব চায় ভারতীয় ক্রিকেট বোর্ডও। তাই তারা রোহিতকে একটি নির্দেশ দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রোহিতের সঙ্গে আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই ঠিক হয়ে যাবে তাঁর ভবিষ্যৎ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা এ কথা জানিয়েছেন। তাঁর কথায়, “গত বৈঠকেই রোহিতের সঙ্গে নির্বাচক ও বোর্ডের অন্য কর্তাদের কথা হয়েছে। ওকে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ওর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এক দিনের বিশ্বকাপের জন্য বোর্ডের কিছু পরিকল্পনা আছে। বোর্ড চায়, সকলে একই লক্ষ্যে এগোক। সেই কারণেই রোহিতকে ওর পরিকল্পনা স্পষ্ট করতে বলা হয়েছে। তবে সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর।”
গত বছর লাল বলের ক্রিকেটে ব্যর্থ রোহিত। একেবারেই রান পাননি তিনি। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর খেলেননি ৫০ ওভারের ক্রিকেটও। ২০২৭ সালের বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। এই পরিস্থিতিতে তিনি নিজে কত দিন খেলতে চান সে কথা জানতে চাইছে বোর্ড। তার পরে সিদ্ধান্ত নিতে চাইছে তারা।
আরও পড়ুন:
অন্য দিকে বিরাট কোহলিকে নিয়ে চিন্তা কিছুটা কম বোর্ডের। কারণ, তাঁর ফিটনেস। টেস্টে ফর্ম খারাপ চললেও আরও কিছু দিন অপেক্ষা করতে চাইছেন নির্বাচকেরা। এক দিনের ক্রিকেটে কোহলির ফর্ম নিয়ে চিন্তা নেই বোর্ডের। তাই ভারতীয় ক্রিকেটে কোহলির ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা নেই বিসিসিআইয়ের। রোহিতকে নিয়েই চিন্তিত বোর্ড।
ওই আধিকারিক ইঙ্গিত দিয়েছেন, ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে চাইছে বোর্ড। যদি সেটা করতে হয় তা হলে দু’বছর আগে থেকেই করতে হবে। রোহিত এখনও দু’টি ফরম্যাট ভারতের অধিনায়ক। তিনি না থাকলে অধিনায়কত্ব নিয়েও ভাবতে হবে। সেই কারণেই সময় চাইছে বোর্ড। আর সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিতের সঙ্গে বসতে চাইছে তারা।