ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে এক দিনের সিরিজ়ে হারিয়ে সেই ট্রফিটাই নিতে ভুলে যাচ্ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। মাটিতে ট্রফি রেখে ছবি তুলছিল ভারতীয় দল। ছবি তোলা হয়ে গেলে একে একে সাজঘরের দিকে ফিরে যাচ্ছিলেন সকলে। ট্রফি নেওয়ার কথা মনেই ছিল না কারও। কোহলি, রোহিত এবং রাহুল কিছুটা এগিয়ে যাওয়ার পর খেয়াল করেন ট্রফিটা কেউ নেয়নি। ফিরে গিয়ে সেই ট্রফি নিয়ে আসেন রাহুল।
অহমদাবাদে ইংল্যান্ডকে ১৪২ রানে হারিয়ে দেয় ভারত। নাগপুর, কটকেও জিতেছিল রোহিতের দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ় জয় রোহিতদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। কিন্তু সেই সিরিজ় জয়ের ট্রফিটাই নিতে ভুলে যাচ্ছিলেন তাঁরা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে, এক সমর্থক লেখেন, “ট্রফিটাই ভুলে গিয়েছিল।”
আরও পড়ুন:
রোহিত এর আগেও বিভিন্ন সময় ভুলে গিয়েছেন জিনিসপত্র নিতে। এক বার হোটেলে পাসপোর্ট ফেলে চলে এসেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অনুষ্ঠানে রোহিতকে তাঁর ভুলো মন নিয়ে প্রশ্ন করেন স্মৃতি মন্ধানা। মহিলা দলের ক্রিকেটারের প্রশ্নের জবাবে রোহিত বলেছিলেন, “আমি জানি না। আমার ভুলো মন নিয়ে ওরা মজা করে। ওরা বলে, আমি নাকি মানিব্যাগ, পাসপোর্ট সব নিতে ভুলে যাই। এ কথা সত্যি নয়। কয়েক দশক আগে সেটা হয়েছিল।” রোহিতের এই কথা শুনে দর্শকাসনে বসে থাকা শুভমন গিল, ঋষভ পন্থদের মুখে দেখা যায় চওড়া হাসি। সেখানেই প্রশ্ন শেষ হয়নি মন্ধানার। তিনি প্রশ্ন করেন, এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কী ভুলেছেন রোহিত। জবাব দিতে গিয়েও থমকান রোহিত। তিনি বলেন, “আমি বলতে পারব না। এই অনুষ্ঠানের সম্প্রচার হবে। আমার স্ত্রী কিন্তু দেখবে। তাই ওটা আমার মনেই থাক।”