রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলবেন যশস্বী জয়সওয়াল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ জনের দলে জায়গা পাননি ভারতীয় ওপেনার। রিজ়ার্ভ দলে থাকলেও তাঁকে দুবাই নিয়ে যাবে না দল। প্রয়োজন হলে ডেকে নেওয়া হবে। তাই সুযোগ পেতেই রঞ্জি ট্রফির সেমিফাইনালে তাঁকে দলে নিল মুম্বই।
তরুণ ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে ছিলেন। কিন্তু পরে তাঁকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে ভারত। সেই কারণে রঞ্জিতে সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে খেলবেন যশস্বী। বিপক্ষে বিদর্ভ। নাগপুরে মুখোমুখি মুম্বই এবং বিদর্ভ। সেই ম্যাচেই খেলতে দেখা যাবে যশস্বীকে। অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলবে মুম্বই। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু রঞ্জির সেমিফাইনাল। পাঁচ দিনের সেই ম্যাচে খেলবেন যশস্বী।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ব্যর্থ হওয়ার পর ভারতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার উপর জোর দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় শুরুর আগে তাই রোহিত শর্মা, বিরাট কোহলিদেরও রঞ্জি খেলতে দেখা গিয়েছিল। যশস্বীও সেই সময় খেলেছিলেন মুম্বইয়ের হয়ে। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না হওয়ায় তিনি আবার ঘরোয়া ক্রিকেট খেলবেন।
আরও পড়ুন:
টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে খেললেও এক দিনের ক্রিকেটে সদ্য অভিষেক হয় যশস্বীর। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি এক দিনের ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও সে ভাবে নজর কাড়তে পারেননি। যশস্বীকে বাদ দিয়েই দলে স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়েছে ভারত।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন রোহিতেরা। গ্রুপে পাকিস্তান (২৩ ফেব্রুয়ারি) এবং নিউ জ়িল্যান্ডের (২ মার্চ) বিরুদ্ধে খেলবেন তাঁরা।