ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট খেলার সুযোগ পাননি আকাশদীপ। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর শনিবার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট নিয়েছেন। বাংলার জোরে বোলারের বোলিং দক্ষতার প্রশংসা করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। এর মধ্যেই জানা গিয়েছে তাঁর আরও একটি গুণের কথা।
শনিবার বিকালে সমাজমাধ্যমে আকাশদীপের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে তাঁকে মাইক্রোফোন হাতে ভোজপুরী গায়ক-অভিনেতা পবন সিংহের একটি জনপ্রিয় গান গাইতে দেখা যাচ্ছে। একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকাশদীপ। তাঁর গানের গলার প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। উল্লেখ্য, আকাশদীপের ঘনিষ্ঠ বন্ধু পবন। সমাজমাধ্যমে তাঁদের এক সঙ্গে কিছু ছবিও রয়েছে।
আরও পড়ুন:
জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছেন আকাশদীপ। বল হাতে দলকে ভরসা দিচ্ছেন তিনি। বাংলার জোরে বোলারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল।