শেষ পর্যন্ত ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ করলেন সেই জসপ্রীত বুমরাহই। হেডিংলেতে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন তিনি। জোড়া নজির গড়েছেন বুমরাহ। কপিল দেবের কীর্তি স্পর্শ করেছেন তিনি। পাশাপাশি তিনি ছাপিয়ে গিয়েছেন ওয়াসিম আক্রমকে।
টেস্ট কেরিয়ারে বুমরাহ ১৪ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। তার মধ্যে ১২ বার বিদেশের মাটিতে। টেস্ট কেরিয়ারে কপিল ২৩ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। তিনিও ১২ বার বিদেশের মাটিতে এই কীর্তি করেছেন। ভারতীয় বোলারদের মধ্যে বিদেশের মাটিতে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে তাঁরা। এত দিন কপিল একাই সকলের উপরে ছিলেন। তাঁকে ছুঁয়েছেন বুমরাহ।
শুধু তাই নয়, এশীয় বোলারদের মধ্যে সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক হয়েছেন বুমরাহ। এই চার দেশে তাঁর উইকেটে সংখ্যা ১৫০। এত দিন শীর্ষে ছিলেন আক্রম। এই চার দেশে ১৪৬ উইকেট নিয়েছেন তিনি। তাঁকে ছাপিয়ে গিয়েছেন বুমরাহ।
আরও পড়ুন:
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৪.৪ ওভার বল করেছেন বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে যা দ্বিতীয় সর্বাধিক। তার মধ্যে পাঁচ ওভার মেডেন করেছেন। তিনি বাদে একমাত্র রবীন্দ্র জাডেজা এই ইনিংসে মেডেন (চার ওভার) করেছেন। ৮৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। তাঁর বলে চার বার ক্যাচ পড়েছে। সেগুলো ফিল্ডারেরা ধরতে পারলে আরও বেশি উইকেট নিতে পারতেন ভারতীয় পেসার।