ইংল্যান্ড সফরে যাওয়ার আগেই ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, জসপ্রীত বুমরাহকে পাঁচ টেস্টে খেলানো হবে না। তিনটে টেস্ট খেলবেন তিনি। কোন তিনটে টেস্টে তিনি খেলবেন তা বুমরাহের সঙ্গে কথা বলে ঠিক করবেন, এমনটাই জানিয়েছিলেন দলের কোচ গৌতম গম্ভীর। কিন্তু তিনটের বেশি টেস্ট খেলার ইঙ্গিত দিয়েছেন বুমরাহ। ইংল্যান্ডের আবহাওয়া তাঁকে সাহায্য করছে।
হেডিংলেতে প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। তাঁর কাঁধে ভর করে ৬ রানের লিড পেয়েছে ভারত। তার পরেই বুমরাহ জানিয়েছেন, এই পরিবেশে বল করতে সুবিধা হচ্ছে তাঁর। তৃতীয় দিনের খেলা শেষে বুমরাহ বলেন, “ভাল লাগছে। ভারতের থেকে এখানে ঠান্ডা বেশি। তাই তরতাজা লাগছে। আশা করছি আগামী দিনে ভাল কিছু ঘটবে।” বুমরাহের এই কথাতেই ইঙ্গিত, তিনের বেশি টেস্ট খেলতে পারেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহকে পাঁচটা টেস্টেই দেখতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তা হলে ভারতের এই সিরিজ়ে ভাল ফল করার সম্ভাবনা বাড়বে বলে মনে করেন তিনি। সমাজমাধ্যমে সৌরভ লেখেন, “বুমরাহকে তিন ফরম্যাটে বল করতে দেখার আনন্দ আলাদা। আশা করছি, অন্য প্রান্ত থেকে ও সাহায্য পাবে, যাতে ও পাঁচটা টেস্টেই খেলতে পারে। তা হলে ভারত এই সিরিজ়ে টিকে থাকবে।”
আরও পড়ুন:
তবে হেডিংলেতে ইংল্যান্ডের প্রথম ইনিংসে বুমরাহ বাদে বাকিরা তেমন নজর কাড়তে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণ ২০ ওভারে ১২৮ রান দিয়েছেন। ওভার প্রতি ৬.৪০ রান। সিরাজ ২৭ ওভারে দিয়েছেন ১২২ রান। ওভার প্রতি ৪.৫০ রান। তাঁরা দু’জনে মিলে ৫ উইকেট নিলেও তাতে বোলারের কৃতিত্ব কম। বড় শট মারতে গিয়ে আউট হয়েছেন ব্যাটারেরা। দুই প্রধান পেসার এত খারাপ বল করলে বুমরাহ একা কী করবেন?
পিঠের চোট সারিয়ে ফেরার পর চিকিৎসকেরা বুমরাহের ধকলের দিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন। সেই কারণে তাঁকে দিয়ে টানা বল করানো হচ্ছে না। চার ওভার বা পাঁচ ওভারের স্পেল করছেন। তার মধ্যেই উইকেট নিচ্ছেন। কিন্তু বাকিরা যদি তাঁকে সাহায্য না করেন, তা হলে বুমরাহও কিছু করতে পারবেন না। অন্য প্রান্ত থেকে দেদার রান দিচ্ছেন বাকিরা। ফলে ইংল্যান্ডের ব্যাটারদের উপর চাপ পড়ছে না। বুমরাহ উইকেট নিলেও রানের গতি কমছে না। এই পরিস্থিতিতে দুটো টেস্ট বুমরাহকে ছাড়া খেলতে হলে ভারতের চাপ বাড়বে। তার মাঝেই দর্শকদের ভাল ইঙ্গিত দিলেন বুমরাহ।