কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন খলিল আহমেদ। কিন্তু হঠাৎই দেশে ফিরে এসেছেন তিনি। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে ফিরেছেন ভারতীয় পেসার। মাত্র দু’ম্যাচ খেলে দল ছাড়ায় হতাশ তাঁর কাউন্টি দল এসেক্স।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের আগে ভারত এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৭০ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর খলিলকে দলে নিয়েছিল এসেক্স। তাঁর সঙ্গে দু’মাসের চুক্তি হয়েছিল। এই দু’মাসে এসেক্সের হয়ে ছ’টা প্রথম শ্রেণির ম্যাচ ও পরে এক দিনের প্রতিযোগিতায় ১০টা লিস্ট এ ম্যাচ খেলার কথা ছিল খলিলের। কিন্তু দুটো ম্যাচ খেলেই ফিরছেন তিনি।
খলিলের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য তাঁকে দলে নিয়েছিল এসেক্স। সেপ্টেম্বর পর্যন্ত খেলার কথা ছিল তাঁর। কিন্তু তা আর হল না। এসেক্সের হয়ে দু’ম্যাচে ৬৪.৫০ গড়ে ৪ উইকেট নিয়েছেন খলিল।
এক বিবৃতিতে এসেক্স বলেছে, “খলিল দল ছেড়ে দেশে ফিরে যাওয়ায় আমরা হতাশ। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে ওর সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। ও এসেক্সের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তার জন্য ওকে ধন্যবাদ।”
আরও পড়ুন:
কী কারণে খলিল দেশে ফিরেছেন তা জানা যায়নি। তবে এসেক্সের বিবৃতি দেখে মনে হচ্ছে, তিনি আর দলের সঙ্গে যোগ দেবেন না। অগস্টের শেষে দলীপ ট্রফি রয়েছে। সেখানে খেলতে পারেন ভারতের বাঁহাতি পেসার।
ভারতের হয়ে শেষ ২০১৯ সালে খেলেছিলেন খলিল। দেশের হয়ে ১১ এক দিনের ম্যাচে ৩১ গড়ে ১৫ উইকেট ও টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচে ৩৫ গড়ে ১৬ উইকেট নিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের হয়ে খেলেন খলিল। ২২ প্রথম শ্রেণির ম্যাচে ৬০ উইকেট নিয়েছেন খলিল।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন খলিল। গত আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনিদের হয়ে ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। ওভার প্রতি রান দিয়েছেন ৯.৫৭। খুব ভাল পারফরম্যান্স না হলেও নতুন বলে উইকেট নিয়েছেন। তাঁর এই ক্ষমতা দেখেই এসেক্স তাঁকে নিয়েছিল। কিন্তু কয়েক দিন পরেই দেশে ফিরলেন ভারতীয় পেসার।