জল্পনা সত্যি হল। আগামী আইপিএলের আগে দলবদল হল মহম্মদ শামির। সানরাইজার্স হায়দরাবাদ থেকে লখনউ সুপার জায়ান্টসে যাচ্ছেন বাংলার পেসার। ১০ কোটি টাকাতেই শামিকে কিনছে সঞ্জীব গোয়েন্কার দল। অর্থাৎ, আইপিএলের নিলামে নামতে হবে না শামিকে।
‘ক্রিকইনফো’ এই খবর জানিয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, কোনও ক্রিকেটারের বদলে নয়, টাকার বিনিময়ে হচ্ছে শামির দলবদল। দুই দলই শামির দলবদলের বিষয়ে রাজি হয়েছে। তবে শামির মতামত এখনও নেওয়া হয়নি। যা খবর, তাতে শামির আপত্তি থাকার কারণ নেই।
১৬ ডিসেম্বর আইপিএলের ছোট নিলাম। হবে সৌদি আরবে। তার আগে ১৫ নভেম্বর, অর্থাৎ, শনিবার প্রতিটি দলকে জানিয়ে দিতে হবে, কাদের ধরে রাখছে তারা। সেখানেই হয়তো দেখা যাবে এই নতুন তালিকা। অর্থাৎ, হায়দরাবাদের বদলে লখনউয়ের দলে শামির নাম দেখা যাবে।
আরও পড়ুন:
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর অস্ত্রোপচার হয় শামির। ফেরার পর থেকে জাতীয় দলে নিয়মিত খেলতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন। জিতেছিলেন। কিন্তু তার পর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি তাঁকে। যদিও ঘরোয়া ক্রিকেট খেলছেন শামি। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে তিন ম্য়াচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। তার পরেই দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে জায়গা পাননি শামি।
গত আইপিএলে হায়দরাবাদের হয়ে ভাল খেলতে পারেননি শামি। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ন’টিতে খেলেছিলেন। বাকি ম্যাচে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছিল তাঁকে। ন’ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছিলেন শামি। ওভারপ্রতি ১১.২৩ রান দিয়েছিলেন। ফলে এ বার যে শামিকে আর হায়দরাবাদ রাখবে না তা নিশ্চিত ছিল। এমন জল্পনাও শুরু হয়েছিল যে, শামি হয়তো আর দল পাবেন না। কিন্তু গোয়েন্কার দল তাঁকে নিল। এ বার আবার এক নতুন দলের হয়ে মাঠে নামবেন শামি।