বাবা হলেন মুকেশ কুমার। ভারতীয় জোরে বোলারের স্ত্রী দিব্যা সিংহ শুক্রবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
বাংলার মুকেশ সমাজমাধ্যমে এই খবর জানিয়েছেন। তিনি উচ্ছ্বসিত। লিখেছেন, “ক্ষুদ্রতম হৃদস্পন্দনের সঙ্গে নতুন অধ্যায় শুরু হল।”
২০২৩ সালের নভেম্বরে দিব্যার সঙ্গে বিয়ে হয় মুকেশের। তাঁর জন্ম যেখানে, বিহারের সেই গোপালগঞ্জের বাড়িতে একেবারেই ঘরোয়া অনুষ্ঠান করেন মুকেশ। সেখানে পরিবারের সদস্য এবং আত্মীয়-বন্ধুরাই শুধু আমন্ত্রিত ছিলেন।
আরও পড়ুন:
বিয়ের পর থেকেই মুকেশ ও দিব্যা তাঁদের ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। সমাজমাধ্যমেই হোক বা কোনও অনুষ্ঠান, তাঁদের একসঙ্গে খুব কমই দেখা যায়।
বাংলার হয়ে ধারাবাহিক ভাবে ভাল খেলার ফলে জাতীয় দলে সুযোগ পেয়ে যান মুকেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২২ সালের সেপ্টেম্বরে এক দিনের ক্রিকেটে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। সব ধরনের ক্রিকেটেই দেশের হয়ে খেলেছেন তিনি। আবার মাঠে নামার অপেক্ষায় ৩১ বছরের মুকেশ।