Advertisement
E-Paper

অনিশ্চিত রোহিতদের বাংলাদেশ সফর, পহেলগাঁওয়ের আঁচ পড়ার সম্ভাবনা উপমহাদেশের ক্রিকেটে

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এর উপর নির্ভর করছে আন্তর্জাতিক ক্রিকেটও। ভারতীয় দলের বাংলাদেশ সফর, এশিয়া কাপ অনিশ্চিত এই আবহে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৯:২৬
picture of Indian cricket team

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

আগামী অগস্টে সাদা বলের সিরিজ়ে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং বাংলাদেশের। ১৭ থেকে ৩১ অগস্টের মধ্যে তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট দলের এই সফর বাতিল হতে পারে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার বাইরে নয় বাংলাদেশও। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের ক্রিকেট অনিশ্চিত হয়ে পড়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘ভারতীয় দলের বাংলাদেশ সফর বছরের সূচিতে রয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলের বাংলাদেশ সফর না হওয়ার সম্ভাবনাই বেশি।’’

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কও আগের মতো মসৃণ নেই। বাংলাদেশের তদারকি সরকারের ঘনিষ্ঠ এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিছু দিন আগে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করে নেওয়ার কথা বলে বিতর্ক তৈরি করেছিলেন। সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান চিনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তা হলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্য দখল করে নেওয়া। এ জন্য, আমি মনে করি চিনের সঙ্গে একটি যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন।’’ এই ধরনের বিষয়গুলিকে নজরে রেখে এগোতে চাইছেন বিসিসিআই কর্তারা। বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘‘বাংলাদেশ সফর বাতিল হয়ে গিয়েছে, এমন নয়। চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।’’

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে অনিশ্চয়তা তৈরি হয়েছে ২০২৫ সালের এশিয়া কাপ নিয়েও। এই প্রতিযোগিতার আয়োজক ভারত। বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার খুব কঠোর অবস্থান নিতে চলেছে। ভবিষ্যতে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ক্রিকেট খেলা আরও কঠিন হতে পারে।’’ উল্লেখ্য, সূচি অনুযায়ী ভারতীয় দলের বাংলাদেশ সফরের পর সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হওয়ার কথা।

ভারতের বাংলাদেশ সফর, এশিয়া কাপ সব কিছুই নির্ভর করছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা পরবর্তী ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর। সব কিছুই নির্ভর করবে নয়া দিল্লির অবস্থান এবং সিদ্ধান্তের উপর।

Pahalgam Terror Attack BCCI series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy