Advertisement
১০ ডিসেম্বর ২০২৩
Asian Games

এশিয়ান গেমসে সোনা জিতে অলিম্পিক্সে চোখ, সেখানেও ক্রিকেট চাইছেন ভারতের মহিলা ক্রিকেটার

কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। এশিয়ান গেমসে সোনা জিতেছেন তাঁরা। এ বার অলিম্পিক্সেও ক্রিকেট চাইছেন স্মৃতি।

Smriti Mandhana

স্মৃতি মন্ধানা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৫
Share: Save:

এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় ভারত। সোনা জিতে নেন স্মৃতি মন্ধানারা। ভারতীয় ওপেনার এ বার অলিম্পিক্সে খেলতে চান। কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। এশিয়ান গেমসে সোনা জিতেছেন তাঁরা। এ বার অলিম্পিক্সেও ক্রিকেট চাইছেন স্মৃতি।

অলিম্পিক্স বা এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতায় ক্রিকেট খুব একটা পরিচিত খেলা নয়। তেমন জায়গায় খেলা এবং দেশকে পদক এনে দেওয়া স্মৃতির কাছে খুবই গর্বের। তিনি বলেন, “ক্রিকেটার হিসাবে আমরা অলিম্পিক্সে শুধু দর্শক। দেখি অন্যরা পদক এনে দিচ্ছে দেশকে। এশিয়ান গেমসে সোনা জয়ের পর জাতীয় সঙ্গীতের সময় বুঝতে পারছিলাম যে, দেশের হয়ে জিতলে কেমন অনুভূতি হয়। এমন সুযোগ তো খুব বেশি আসে না। অলিম্পিক্সে যদি ক্রিকেট হয় তাহলে তো দারুণ লাগবে। বিশ্বকাপের মতোই গুরুত্বপূর্ণ হবে সেই ম্যাচ।”

এশিয়ান গেমসে পদক জিতে খুশি স্মৃতি। কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে তিনিই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। স্মৃতি বলেন, “ভারতের পদক সংখ্যা বৃদ্ধি করতে পেরে ভাল লাগছে। ক্রিকেটার হিসাবে এমন কাজ করার সুযোগ খুব বেশি পাওয়া যায় না। কমনওয়েলথ গেমস আমাদের কাছে খুব আকর্ষণীয় ছিল। অন্য খেলার প্রতিযোগীদের সঙ্গে এক হয়ে খেলতে পারা খুবই গর্বের।”

ভারতের মেয়েদের ক্রিকেট দল দেশকে সোনা এনে দিয়েছে। এ বার ভারতের ছেলেদের এশিয়ান গেমস যাত্রা শুরু হবে। বিশ্বকাপের জন্য সেখানে যদিও সিনিয়র ক্রিকেটারেরা যাননি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE