১৬তম বিবাহবার্ষিকীতে মহেন্দ্র সিংহ ধোনিকে বিশেষ বার্তা দিলেন স্ত্রী সাক্ষী ধোনি। একটি প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। শুক্রবার সমাজমাধ্যমে মাহি-জায়ার পোস্ট ভাইরাল হয়েছে। ২০১০ সালের ৪ জুলাই বিয়ে করেছিলেন তাঁরা।
শুক্রবার ছিল ধোনি এবং সাক্ষীর বিবাহবার্ষিকী। সুখের দাম্পত্যের ১৫ বছর পূর্ণ করলেন ভারতকে জোড়া বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক। এ দিন সকালে সমাজমাধ্যমে বিবাহবার্ষিকীর কথা স্বামীকে স্মরণ করিয়ে দেন সাক্ষী। দু’জনের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিটি পিছন থেকে তোলা। কারও মুখ দেখা যাচ্ছে না। পরস্পরের হাত ধরে রয়েছেন। ছবির তলায় সাক্ষী লিখেছেন, ‘‘আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম। তার ১৬তম দিন।’’ তাঁরা কী প্রতিজ্ঞা করেছিলেন, তা অবশ্য জানাননি সাক্ষী। বিষয়টি নিজেদের মধ্যেই রাখতে চেয়েছেন। বিয়ের প্রায় সাড়ে চার বছর পর ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের কন্যা সন্তান জ়িভার।
আরও পড়ুন:
২০১৯ সালে দেশের হয়ে শেষ খেলেন ধোনি। এখনও আইপিএল খেলছেন ৪৩ বছরের উইকেটরক্ষক-ব্যাটার। আগামী বছরও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলবেন কিনা, তা স্পষ্ট করেননি মাহি। সব কিছু খতিয়ে দেখে সময় মতো সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।