দক্ষিণ আফ্রিকার পর নিউ জ়িল্যান্ড। রবিবার শুরু হচ্ছে সাদা বলের আরও একটি দ্বিপাক্ষিক সিরিজ়। প্রথম তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে নিউ জ়িল্যান্ডের মুখোমুখি হবে ভারত। চোট সারিয়ে দলে ফিরেছেন অধিনায়ক শুভমন গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজ়ে অজিত আগরকরেরা বিশ্রাম দিয়েছেন জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ড্যকে। দেখে নেওযা যাক কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।
ইনিংস শুরু করবেন যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। এক দিনের ক্রিকেটে ভারতের নিয়মিত ওপেনিং জুটি পরিবর্তনের সম্ভাবনা নেই। দু’জনেই ফর্মে রয়েছেন। তাঁদের বাঁহাতি-ডানহাতি জুটির উপর ভরসা রয়েছে কোচ গৌতম গম্ভীরেরও। ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গায় বিরাট কোহলি নিশ্চিত। প্রাক্তন অধিনায়ক বিজয় হজারে ট্রফিতেও দেখিয়ে দিয়েছেন কেমন ফর্মে রয়েছেন। তা ছাড়া ভারতীয় দলে এখনও কোহলির বিকল্প নেই। চার নম্বরে ব্যাট করবেন শুভমন। অধিনায়ক বেশ কিছু দিন ধরে চেনা ফর্মে নেই। বাদ পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও। তবে এক দিনের ক্রিকেটে শুভমনের খেলা নিয়ে প্রশ্ন নেই। চোট সারিয়ে ফেরা শুভমন আবার দলকে নেতৃত্ব দেবেন। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বর জায়গায় নিশ্চিত শ্রেয়স। অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়া শ্রেয়স প্রায় আড়াই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। বিজয় হজারে ট্রফির ম্যাচেও রান পেয়েছেন। শ্রেয়সের প্রথম একাদশে থাকা নিয়ে কোনও প্রশ্ন নেই। তাঁর পর ছ’নম্বরে ব্যাট করতে আসবেন লোকেশ রাহুল। শেষ এক দিনের ম্যাচে খেলা রুতুরাজ গায়কোয়াড় এবং তিলক বর্মার পরিবর্তে তাঁরা ঢুকবেন প্রথম একাদশে।
সাত নম্বরে ব্যাট করতে নামবেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জাডেজার প্রথম একাদশে থাকা নিয়ে কোনও প্রশ্ন নেই।
এর পর চার বিশেষজ্ঞ বোলার। এই চারটি জায়গায় দেখা যাবে হর্ষিত রানা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ এবং মহম্মদ সিরাজকে। কুলদীপ এবং সিরাজের প্রথম একাদশে থাকা এক রকম নিশ্চিত। ভারতের শেষ এক দিনের ম্যাচের দলে ছিলেন অর্শদীপ। তাঁর পরিবর্তেই প্রথম একাদশে আসবেন অভিজ্ঞ সিরাজ।
আরও পড়ুন:
দেশের মাটিতে সিরিজ় হলেও মাইকেল ব্রেসওয়েলের দলকে হালকা ভাবে নিচ্ছে না ভারতীয় শিবির। কিউয়িদের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ় হারের ক্ষত এখনও শুকোয়নি। প্রতিপক্ষ দলে ডেভন কনওয়ে, উইল ইয়ং, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসনের মতো ক্রিকেটার রয়েছেন। যাঁরা ম্যাচের রং বদল দিতে পারেন নিজেদের দক্ষতায়।
প্রতিপক্ষ দল ছাড়া ভারতীয় শিবিরকে ভাবাচ্ছে বডোদরার নতুন কোটাম্বি স্টেডিয়ামের ২২ গজ। শনিবার সাংবাদিকদের সামনে উদ্বেগ গোপন করেননি অধিনায়ক শুভমন। রবিবার প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হবে এই মাঠে। পিচের চরিত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই ভারতীয় শিবিরের। থাকবে শিশিরের দাপটও। ম্যাচের ফলাফল নির্ভর করতে পারে টসের উপর।