দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততেই হবে ভারতকে। গুয়াহাটিতে ড্র করলেও সিরিজ় হারতে হবে ঋষভ পন্থদের। তার উপর গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ। স্বভাবতই প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে সতর্ক কোচ গৌতম গম্ভীর।
চোটের জন্য ছিটকে গিয়েছেন অধিনায়ক শুভমন গিল। গুয়াহাটিতে নেতৃত্ব দেবেন পন্থ। সুতরাং ইডেনের প্রথম একাদশ অপরিবর্তিত রাখা সম্ভব নয়। শুভমনের পরিবর্তে কে খেলবেন, তা শুক্রবার বলতে চাননি পন্থ। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
১) যশস্বী জয়সওয়াল: ইডেনে রান পাননি। তবু যশস্বীর খেলা নিয়ে সংশয় নেই। একটা ম্যাচে ব্যর্থতার জন্য তরুণ ওপেনারকে বাদ দেওয়া যায় না। গুয়াহাটিতেও তিনি শুরু করবেন ভারতীয় দলের ইনিংস।
২) লোকেশ রাহুল: রাহুলের খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই। ইডেনের কঠিন উইকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন। অভিজ্ঞ ব্যাটার। যশস্বীর সঙ্গে তিনিই ইনিংস শুরু করবেন দ্বিতীয় টেস্টে।
৩) সাই সুদর্শন: ব্যাটিং অর্ডারে তিন নম্বরে দেখা যেতে পারে সুদর্শনকে। শুভমনের পরিবর্ত হিসাবে প্রথম একাদশে ঢুকবেন গুজরাত টাইটান্সে তাঁর সতীর্থ। বেশ কয়েকটি টেস্ট খেললেও তেমন বড় সাফল্য পাননি। তবু তাঁর উপর আস্থা রাখছেন গম্ভীর। ইডেন টেস্টের পর থেকেই সুদর্শনকে তৈরি করতে শুরু করেছিলেন।
৪) ধ্রুব জুরেল: চার নম্বরে দেখা যেতে পারে জুরেলকে। তাঁকে এই সিরিজ়ে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলানো হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে বেশ ভাল ফর্মে ছিলেন তরুণ উইকেটরক্ষক। শুভমনের জায়গায় সম্ভবত তিনিই ব্যাট করবেন।
৫) ঋষভ পন্থ: নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গুয়াহাটি টেস্টে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে নামবেন পন্থ। তাঁর ব্যাটিং অর্ডার পরিবর্তনের সম্ভাবনা কম।
৬) ওয়াশিংটন সুন্দর: স্পিনিং অলরাউন্ডারকে দেখা যেতে পারে ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে। ইডেনে তিন নম্বরে ব্যাট করলেও গুরুত্বপূ্র্ণ দ্বিতীয় টেস্টে সম্ভবত পরীক্ষার পথে হেঁটে ঝুঁকি নেবেন না গম্ভীর। ওয়াশিংটনকে তাঁর অভ্যস্ত ব্যাটিং অর্ডার ফিরিয়ে দেওয়া হতে পারে।
৭) রবীন্দ্র জাডেজা: অভিজ্ঞ অলরাউন্ডারেরও খেলা নিয়ে প্রশ্ন নেই। টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ভরসা জাডেজা। তাঁকে দেখা যেতে পারে ব্যাটিং অর্ডারের সাত নম্বরে। মিডল অর্ডার ব্যর্থ হলে ইনিংসের হাল ধরতে পারবেন তিনি।
৮) নীতীশ কুমার রেড্ডি: অক্ষর পটেলের পরিবর্তে প্রথম একাদশে আসতে পারেন নীতীশ। গুয়াহাটির ২২ গজে জোরে বোলারেরা সাহায্য পেতে পারেন। সে কথা মাথায় রেখে প্রথম একাদশে রাখা হতে পারে নীতীশকে।
৯) কুলদীপ যাদব: ইডেনে ভাল পারফর্ম করেছেন। তাঁর বল খেলতে সমস্যায় পড়ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। বাঁহাতি স্পিনারের খেলাও নিশ্চিত।
আরও পড়ুন:
১০) জসপ্রীত বুমরাহ: বিশ্বের অন্যতম সেরা জোরে বোলারের খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই। যে কোনও ধরনের পিচে উইকেট তুলতে পারেন। ভারতীয় শিবিরের অন্যতম ভরসা।
১১) মহম্মদ সিরাজ: প্রথম একাদশে দু’জন বিশেষজ্ঞ জোরে বোলার থাকবেন। নিশ্চিত ভাবে বুমরাহের সঙ্গী হবেন সিরাজ।