সিডনিতে তৃতীয় এক দিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। চিকিৎসার কারণে তিনি সেখানেই থেকে গেলেন। দলের বাকিরা রওনা দিলেন যে যাঁর মতো। যাঁরা টি-টোয়েন্টি সিরিজ়ের দলে নেই তাঁরা দেশ ফিরছেন। বাকিরা ক্যানবেরার উদ্দেশে রওনা দিয়েছেন। টি-টোয়েন্টি সিরিজ়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
‘রেভস্পোর্টজ়’ জানিয়েছে, শ্রেয়সের হাড়ে চিড় ধরেনি। তবে ভারতের ফেরার ছাড়পত্র পেতে কিছু দিন অপেক্ষা করতে হবে তাঁকে। তাই সিডনিতেই রিহ্যাব করবেন তিনি। রোহিত শর্মা এবং কেএল রাহুল ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। বিরাট কোহলি রবিবারই রওনা দিয়েছেন লন্ডনের উদ্দেশে। শুভমন গিল, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ এবং টি-টোয়েন্টি দলে থাকা বাকিরা ক্যানবেরায় দলের সঙ্গে যোগ দিয়েছেন।
আরও পড়ুন:
ক্যানবেরায় বুধবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কিছু দিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা, শিবম দুবে-সহ বাকি ক্রিকেটারেরা। দু’বার অনুশীলনও হয়ে গিয়েছে তাদের। প্রস্তুতি দেখতে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, একজন থ্রোডাউন বিশেষজ্ঞ এবং চিকিৎসক যোগেশ পারমার দু’দিন আগেই ক্যানবেরা পৌঁছে গিয়েছেন। সোমবার থেকে পুরোদমে অনুশীলন শুরু হওয়ার কথা। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং নির্বাচক শিবসুন্দর দাসও দলের সঙ্গে যোগ দিয়েছেন।
ক্যানবেরায় পৌঁছে কয়েকজন ক্রিকেটার বিভিন্ন কাফেতে সময় কাটিয়েছেন। এই মুহূর্তে ক্যানবেরায় বৃষ্টি হচ্ছে। তাপমাত্রাও ক্রমশ কমছে। ম্যাচের দিন শূন্য ডিগ্রিতে চলে যেতে পারে তাপমাত্রা।