গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাওয়ার জন্য তিনি ‘বিখ্যাত’। পাসপোর্ট, ঘড়ি থেকে মানিব্যাগ, বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস ভুলে গিয়েছেন। সতীর্থেরাও সে কথা জানেন। সেই রোহিত শর্মা এ বার ভুলে গেলেন হেলমেট খুলতে। তাঁর কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়লেন শুভমন গিল, বিরাট কোহলিরা।
সিডনিতে তৃতীয় ম্যাচের শেষে এই ঘটনা ঘটেছে। ম্যাচের পর বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন রোহিত। এর পর তিনি থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানির থেকে টুপি চান। তখনও তিনি হেলমেট খোলেননি। ভুলেই গিয়েছিলেন হেলমেট খোলার কথা। তার আগেই টুপি চাইতে থাকেন। রোহিতের কাণ্ড দেখে পাশে থাকা শুভমন, কোহলিরা হাসতে থাকেন। কিছু ক্ষণ পরে গরানি একটি টুপি এনে দেন। তখন হেলমেট খুলে টুপিটি পরেন রোহিত। তার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান।
এ দিন সমাজমাধ্যমে একটি স্টোরি পোস্ট করেন রোহিত। দেখা যাচ্ছে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে তিনি বিমানবন্দরের ‘প্রস্থান’ লেখা দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শেষ বারের জন্য, বিদায় সিডনি’। অর্থাৎ রোহিত আবারও স্পষ্ট করে দিয়েছেন, ক্রিকেটার হিসাবে সিডনিতে শনিবারই তাঁর শেষ ম্যাচ ছিল।
অস্ট্রেলিয়ায় যে আর ক্রিকেটার হিসাবে আসবেন না, এটা শনিবার ম্যাচ জেতানোর পরেই স্পষ্ট করে দিয়েছিলেন রোহিত। বলেছিলেন, “আমারও খুব ভাল লাগে এ দেশে আসতে। বিশেষ করে সিডনিতে খেলতে নামলে। প্রথম সফরের কথা (২০০৮) মনে প়ড়ে যাচ্ছে। খুব মজা করেছিলাম সে বার। জানি ও গুলো আর কখনও ফিরবে না। তবে এ বারও খুব মজা করেছি। গত ১৫ বছরে যা করেছি তা ভুলে যান। অস্ট্রেলিয়ায় খেলার মধ্যে আলাদা একটা মজা আছে। ধন্যবাদ অস্ট্রেলিয়া।”
আরও পড়ুন:
রোহিত জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ায় খেলা মোটেও সহজ ছিল না। তবে দিনের শেষে তিনি খুশি। রোহিতের ব্যাখ্যা, “অস্ট্রেলিয়ায় খেলতে এলে এ রকম কঠিন ক্রিকেটই আমরা আশা করি। কখনওই কোনও ম্যাচ এখানে সোজা হবে না। পরিস্থিতি বুঝে খেলতে হবে। দীর্ঘ দিন খেলিনি। এখানে খেলতে নেমে খুব ভাল লেগেছে। সিরিজ় জিততে না পারলেও অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি।”