Advertisement
E-Paper

Pravin Amre: সাত অস্ত্র নেওয়ার ছক তৈরি আমরের

আমরে তাই আরও সাত জন এমন ক্রিকেটারকে চান, যাঁরা থাকলে দল শক্তিশালী হয়ে উঠবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৩১
রিকি পন্টিংয়ের সঙ্গে প্রবীণ আমরে।

রিকি পন্টিংয়ের সঙ্গে প্রবীণ আমরে। ছবি টুইটার।

নিলামের আগে চার ক্রিকেটারকে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আসন্ন নিলাম থেকে এমন সাত জন শক্তিশালী ক্রিকেটার নিতে চান তাঁরা, যাতে দলে ভারসাম্য ফিরে আসে। জানিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরে।

ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখ বেঙ্গালুরুতে আসর বসতে চলেছে নিলামের। সেখানে কাদের দিকে নজর থাকবে দিল্লি ক্যাপিটালসের? ঋষভ পন্থ, অনরিখ নখিয়ে, অক্ষর পটেল ও পৃথ্বী শ-কে রেখে দেওয়া হয়েছে। তাই এ বারে দিল্লির সহকারী কোচের লক্ষ্য, ‘‘ভারসাম্য ফিরিয়ে আনতে হবে দলে। চার জন শক্তিশালী ক্রিকেটারকে দলে রেখে দিয়েছি আমরা। দলে উপরের সারির ব্যাটার রয়েছে। এক জন অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার রয়েছে। এক জন অলরাউন্ডারকে পেয়েছি। সেই সঙ্গেই বিধ্বংসী পেসার আছে। দলের ভিতটা শক্ত।’’

আমরে তাই আরও সাত জন এমন ক্রিকেটারকে চান, যাঁরা থাকলে দল শক্তিশালী হয়ে উঠবে। বললেন, ‘‘দলে ভারসাম্য ফিরিয়ে আনতে এমন সাত জনকে লাগবে, যারা ম্যাচ জিতিয়ে দিতে পারে। এটাই আমাদের লক্ষ্য। পরীক্ষাও বটে।’’

দশ দলের আইপিএল হওয়ায় নিলাম যে আরও বড়, তাতে কোনও সন্দেহ নেই। ভাল ক্রিকেটার তুলে আনাও কঠিন হতে চলেছে বলেই মনে করছেন আমরে। তাঁর কথায়, ‘‘এমন অনেক ফ্র্যাঞ্চাইজ়ি আছে, যাদের কাছে অনেক বেশি অর্থ আছে। তারা সব সময়ই ক্রিকেটারদের দর বাড়ানোর চেষ্টা করবে। সেখানেই নিলামের মূল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে। সেখানেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রয়োজনীয় ক্রিকেটারদের জন্য ঝাঁপাতে হবে।’’

দিল্লি ক্যাপিটালস ৪৭.৫ কোটি টাকা নিয়ে নিলামে বসতে চলেছে। আমরে জানিয়েছেন, নিলামের আগে সমর্থকদের সঙ্গে যে ভাবে ক্রিকেটারদের নিয়ে আলোচনা হচ্ছে, তা ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমরের কথায়, ‘‘এ ভাবেই অন্যদের মানসিকতা বুঝতে পারা যায়। অন্যান্য দল কাদের জন্য ঝাঁপাতে পারে সে ব্যাপারে কিছুটা হলেও আন্দাজ করা যায়। আমি নিশ্চিত, আমরা যে ক্রিকেটারদের নেওয়ার জন্য ঝাঁপাব, তাদের দিকে অন্য দলগুলোরও
নজর থাকবে।’’ আমরে আরও বলেন, ‘‘একটা নিলামে একটি পরিকল্পনা নিয়ে নামলে চলে না। প্ল্যান বি, সি, ডি সব থাকতে হয়। তবেই ভাল ক্রিকেটার তুলে আনা যায়।’’

pravin amre Ricky Ponting Delhi Capitals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy