অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর থেকেই ঘোরের মধ্যে রয়েছেন সেই দলের ক্রিকেটাররা। ব্যতিক্রম নন রাজবর্ধন হাঙ্গারগেকরও। আইপিএল গ্রহে তিনিও ঢুকে পড়েছেন। তা-ও একেবারে মহেন্দ্র সিংহ ধোনির সংসারে। ভারতের প্রাক্তন অধিনায়কের সান্নিধ্য পেতে মুখিয়ে রয়েছেন। এখন থেকেই ঠিক করে নিয়েছেন ধোনির থেকে কী শিখবেন।
এক সাক্ষাৎকারে রাজবর্ধন বলেছেন, “দক্ষতা তো যে কারওর থেকেই শিখতে পারি। কিন্তু ধোনির কাছ থেকে সঠিক মানসিকতা শিখতে চাই। ওকে দেখেই উত্তেজিত হতে চাই না। নিজেকে শান্ত রেখে প্রশ্ন করতে চাই। জানি এই সুযোগ বার বার আসবে না।” কী ধরনের মানসিকতা চান তিনি? রাজবর্ধন বলেছেন, “আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মতো খেলতে চাই। জোরে বোলিং করতে চাই এবং বড় ছক্কা মারতে চাই। নিজের শক্তি বাড়ানোর চেষ্টা করছি। বল দেখে সেটাকে বাউন্ডারির ও পারে পাঠাতে চাই।”