গত বছর তিনি খেলেছেন পঞ্জাব কিংসের হয়ে। এ বার নিলামে তাঁকে কিনেছে নতুন দল গুজরাত টাইটানস। দাম উঠেছে ৬ কোটি ২৫ লক্ষ টাকা। নিলামে মহম্মদ শামিকে নিয়ে বেশ কয়েকটি দলের দর কষাকষির মধ্যে বাজিমাৎ করেছে আমদাবাদের ফ্র্যাঞ্চাইজি। নতুন দলে খেলার জন্য তিনি মুখিয়ে আছেন বলে জানিয়েছেন শামি। তাও আবার গুজরাতি ভাষায়।
একটি ভিডিয়ো বার্তায় শামি বলেন, ‘‘কেমন আছ গুজরাত টাইটানস। গুজরাতের হয়ে খেলতে পেরে আমি খুব খুশি। নতুন দলে খেলার জন্য মুখিয়ে আছি। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করছি এই বছর আপনাদের জন্য আইপিএল খুব ভাল যাবে।’’