আইপিএল মেগা নিলামের পর হঠাৎই ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ। দলের সহকারী কোচ সাইমন কাটিচ আচমকাই ইস্তফা দিয়ে দিলেন। জানা গিয়েছে, নিলামের পরিকল্পনা নিয়ে দলের পরিচালন সমিতির সঙ্গে মতানৈক্যের কারণেই সরে দাঁড়িয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের দাবি, কাটিচ যে ভাবে পরিকল্পনা করেছিলেন, সে ভাবে ক্রিকেটার কেনা হয়নি। পাশাপাশি, দল যে ভাবে পরিচালনা করা হচ্ছে তাতেও খুশি নন। নিলামের পরেই হায়দরাবাদের পোস্ট করা একটি ভিডিয়োয় কেন তাঁরা এইডেন মার্করাম এবং মার্কো জানসেনকে নিয়েছেন তাঁর কারণ ব্যাখ্যা করেছিলেন কাটিচ। তার কিছু দিন পরেই ইস্তফা দিলেন।