আইপিএলের ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানে ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। নাচ-গানের মাধ্যমে দেশপ্রেম তুলে ধরা হল অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পারফর্ম করলেন শঙ্কর মহাদেবন এবং তাঁর দুই ছেলে সিদ্ধার্থ ও শিবম।
অনুষ্ঠানের মঞ্চটিও সাজানো হয়েছিল ভারতের জাতীয় পতাকার রঙে। প্রথমে নাচের অনুষ্ঠান হয়। সেখানে ‘মেরে দেশ কি মিট্টি’, ‘দেশ মেরে দেশ মেরে মেরি জান হ্যায় তু’ গানের সঙ্গে নাচ হয়। সমর্থকদের হাতেও ছিল জাতীয় পতাকা। গ্যালারিতে সমর্থকেরা তালে তালে নাচতে থাকেন।
নাচের অনুষ্ঠান শেষ হওয়ার পর একটি ভিডিয়ো দেখানো হয়, যা উৎসর্গ করা হয় সশস্ত্র বাহিনিকে। কী ভাবে পাহাড়, জঙ্গল, সমুদ্র, সমতলে সেনাবাহিনি দেশকে রক্ষা করছে, তা তুলে ধরা হয়।
একদম শেষে দুই ছেলেকে নিয়ে পারফর্ম করতে নামেন শঙ্কর মহাদেবন। ‘বন্দেমাতরম’ থেকে ‘হাম হ্যায় হিন্দুস্তানি’, প্রায় ১০টি গান গেয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
অহমদাবাদে সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল। মাঝে দুপুরের দিকে একটু বৃষ্টি হয়। তার পর আবার রোদ ওঠে। দুপুর থেকেই দলে দলে সমর্থকেরা স্টেডিয়ামের দিকে এগিয়ে গিয়েছেন। সংখ্যায় টেক্কা দিয়েছেন বেঙ্গালুরুর সমর্থকেরা।
আকাশ পরিষ্কার থাকার কারণে সমাপ্তি অনুষ্ঠানেও কোনও সমস্যা হয়নি। নির্বিঘ্নেই হয়েছে তা।