ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পরও জসপ্রীত বুমরাহকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দিতে পারে ভারত? দল থেকে নির্দিষ্ট ভাবে কিছু জানানো না হলেও তৈরি হয়েছে জল্পনা। এই জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে অনুশীলনে তাঁর অনুপস্থিতিকে কেন্দ্র করে। শুক্রবার দলের সকলে পুরো অনুশীলন করলেও বোলিং অনুশীলন করেননি বুমরাহ। এ দিন ভারতীয় দলের অনুশীলন হয়েছে গোপনে।
ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহ পাঁচটি টেস্ট খেলবেন না, তা আগেই জানা গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনটি টেস্ট খেলার কথা তাঁর। তবে কোন তিনটি টেস্ট তিনি খেলবেন, তা জানানো হয়নি ভারতীয় শিবির থেকে। দেশের অন্যতম সেরা জোরে বোলারকে পর্যাপ্ত বিশ্রাম দিতে, দ্বিতীয় টেস্টে না-ও খেলানো হতে পারে তাঁকে।
ভারতীয় শিবির থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি এ ব্যাপারে। শুক্রবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে এলেও বল করেননি বুমরাহ। শুধু ফিটনেস ট্রেনিং এবং ক্যাচিং অনুশীলন করেছেন। বলতে করতে দেখা যায়নি প্রসিদ্ধ কৃষ্ণকেও। অনুশীলন এসেও বুমরাহের বল না করা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। অনুশীলনে এসেও বুমরাহ কেন বল করেননি, তা-ও নির্দিষ্ট ভাবে জানা যায়নি।
প্রথম টেস্ট শেষ হওয়ার পর এ দিনই প্রথম অনুশীলন করল ভারতীয় দল। কৌশল গোপন রাখতে শুক্রবার দলকে ‘ক্লোডজ ডোর’ অনুশীলন করিয়েছেন কোচ গৌতম গম্ভীর। অনুশীলন দেখার অনুমতি ছিল না কারও। সংবাদমাধ্যমের জন্যও দরজা বন্ধ ছিল। শনিবারও একইরকম গোপনীয়তা বজায় রেখে অনুশীলনের পরিকল্পনা করেছেন গম্ভীর। প্রথম টেস্টের আগেও গোপন অনুশীলন করেছিলেন শুভমন গিলেরা। ভারতীয় দল সূত্রে খবর, মহম্মদ সিরাজের সঙ্গে দীর্ঘ ক্ষণ নেটে বল করেছেন অর্শদীপ সিংহ।
আরও পড়ুন:
প্রথম টেস্টে লজ্জার হারের পর বার্মিংহ্যামে সিরিজ়ে সমতা ফেরানোই প্রধান লক্ষ্য ভারতীয় দলের। দ্বিতীয় টেস্টেও হারলে সিরিজ় জয়ের পথ বেশ কঠিন হয়ে যাবে। ফলে ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ভারতীয় শিবিরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবু এই টেস্টে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে বুমরাহকে। হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন বুমরাহ।