Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Virat Kohli

অধিনায়কত্ব নিয়ে কোহলির মতোই কি অবস্থা হতে চলেছে বাবরের? প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মতে, অধিনায়কত্ব হয়তো চাপে ফেলছে বাবরকে। এ বিষয়ে পাকিস্তান বোর্ডের সঙ্গে কথা বলা উচিত বলে পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, বোর্ডের উচিত ব্যাপারটি নিয়ে কথা বলা।

কোহলির দশাই কি হতে চলেছে বাবরের?

কোহলির দশাই কি হতে চলেছে বাবরের? ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ১৬:৫১
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। তবে নিয়মিত রান আসছে না তাঁর ব্যাটে। মাঝেমাঝেই ছন্দপতন দেখা যাচ্ছে। দেশের অধিনায়কের এই ছন্দ দেখে চিন্তায় জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের মতে, অধিনায়কত্ব হয়তো চাপে ফেলছে বাবরকে। এ বিষয়ে বাবরের সঙ্গে পাকিস্তান বোর্ডের কথা বলা উচিত বলে পরামর্শ দিয়েছেন তিনি।

অধিনায়ক থাকাকালীন শেষ দিকে একেবারেই ভাল খেলতে পারছিলেন না বিরাট কোহলি। ধীরে ধীরে তিনটি ফরম্যাটের অধিনায়কের পদ থেকেই সরে যান তিনি। তার পরেও ছন্দ ফিরে পেতে বেশ কিছুটা সময় লাগে। বাবর এখন পাকিস্তানে তিন ফরম্যাটেই অধিনায়ক। ফলে সেটা তাঁর উপরে বাড়তি চাপ ফেলতে পারে বলে মনে করেন মিয়াঁদাদ।

এক ওয়েবসাইটে কথা বলতে গিয়ে মিয়াঁদাদ বলেছেন, “বাবর বিশ্বমানের ব্যাটার। তবে অধিনায়কত্ব ওকে বাড়তি চাপে ফেলে দিচ্ছে কিনা, তা নিয়ে ওকে জিজ্ঞাসা করা উচিত বোর্ডের। দু’পক্ষের মধ্যে খোলাখুলি আলোচনা হওয়া উচিত। যদি বাবর মনে করে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ভাল খেলতে পারবে, তা হলে ওকেই অধিনায়ক রেখে দেওয়া হোক। তবে বোর্ডেরও উচিত বাবরকে ব্যাখ্যা দেওয়া যে, কেন ওকে অধিনায়ক রেখে দেওয়া হচ্ছে।”

মিয়াঁদাদের মতে, জাতীয় দলে খেলার সময় দেশের কথা সবার আগে মাথায় রাখা উচিত ক্রিকেটারদের। তিনি বলেছেন, “দেশের হয়ে ভাল খেলার ইচ্ছে কারওর মনের মধ্যে ঢুকে গেলে, তাকে আটকানোর সাধ্য কারওর নেই। পাকিস্তানের ক্রিকেটারদের একটা জিনিস মাথায় রাখা উচিত, ওরা ভাল খেলছে বলেই প্রথম একাদশে রয়েছে। তাই সব চিন্তা ঝেড়ে ফেলে ভাল খেলার দিকে নজর দেওয়া উচিত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Babar Azam Javed Miandad Captaincy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE