ইংল্যান্ডের এক দিনের ক্রিকেট ইতিহাসে নজির গড়লেন জো রুট। এই ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন তিনি। রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে এই নজির গড়েছেন তিনি। ইংল্যান্ডের হয়ে টেস্টেও সবচেয়ে বেশি রান রয়েছে রুটের।
এ দিন আগে ব্যাট করে ৩০৮ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ়। রান তাড়া করতে নেমে রুট ৫২ বলে অর্ধশতরান পূরণ করেন। এক দিনের ক্রিকেটে ৪৩তম অর্ধশতরান হয়ে গেল তাঁর। সেই সঙ্গে নতুন কীর্তিও গড়ে ফেলেন তিনি। ২০১৯ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যানের রেকর্ড টপকে যান।
সাদা বলে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মর্গ্যান ২২৫টি এক দিনের ম্যাচে ৬৯৫৭ রান করেছিলেন। ১৩টি শতরান এবং ৪২টি অর্ধশতরান ছিল তাঁর। এ দিন সেই রান টপকে যান রুট। তালিকায় তৃতীয় স্থানে ইয়ান বেল। তিনি ৫৪১৬ রান করেছেন।
ভারতের বিরুদ্ধে ২০১৩ সালে এক দিনের ক্রিকেটে অভিষেক হয় রুটের। পরের বছর প্রথম শতরান করেন। তার পর ধারাবাহিক ভাবে রান করেছেন। অভিষেকের পর থেকে তিনটি বিশ্বকাপেই খেলেছেন।
আরও পড়ুন:
তবে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৪৭তম স্থানে রয়েছেন তিনি। সবার আগে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ১৮৪২৬ রান করেছেন। অর্থাৎ রুটের থেকে ১১ হাজার রান বেশি করেছেন তিনি।
টেস্টে অবশ্য রুটের পরিসংখ্যান ভাল। ১৫৩টি টেস্টে ১৩০০৬ রান রয়েছে তাঁর। ৩৬টি শতরান এবং ৬৫টি অর্ধশতরান রয়েছে তাঁর।