সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙার সিদ্ধান্ত ঘোষণার পরের দিনই নেটে স্মৃতি মন্ধানা। ব্যক্তিগত জীবনের ধাক্কা সামলাতে সম্ভবত ২২ গজকেই বেছে নিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী মহিলা দলের সদস্য।
গত ৭ ডিসেম্বর সমাজমাধ্যমে পলাশের সঙ্গে বিয়ে ভাঙার সিদ্ধান্ত জানান মন্ধানা। ছ’বছরের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার সঙ্গেই মন্ধানা জানান, দেশের খেলা চালিয়ে যাওয়া এবং ট্রফি জেতাই তাঁর এখন প্রধান লক্ষ্য। সেটা যে শুধু কথার কথা নয়, তা প্রমাণ করে দিলেন ২৪ ঘণ্টার মধ্যেই।
আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ়। হরমনপ্রীত কৌরেরা মুখোমুখি হবেন চামারি আটাপাত্তুদের। সেই সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। তাঁর অনুশীলনের ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সোমবার নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন মন্ধানা। মাঠের চার দিকে শট মেরেছেন। দেখে মনে হয়েছে, ব্যক্তিগত জীবনের ধাক্কা প্রভাব ফেলেনি তাঁর ক্রিকেটে। এক দিনের বিশ্বকাপের সময়ের ফর্ম ধরে রেখেছেন।
গত ২৩ নভেম্বর পলাশের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মন্ধানার। তার আগে হলদি, সঙ্গীত সব হয় ধুমধাম করে। বিয়ের দিন দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ধানার বাবা। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সে সময় অনির্দিষ্টকালের জন্য বিয়ে স্থগিতের কথা জানানো হয় মন্ধানা পরিবারের তরফে।
আরও পড়ুন:
এর পর প্রকাশ্যে আসে পলাশের একাধিক মহিলার সঙ্গে সম্পর্কের কথা। শুরু হয় নতুন জল্পনা। ক্রিকেটারের সঙ্গে সুরকারের দূরত্ব তৈরি হয়েছে বলে শোনা যায়। এর মধ্যেই শোনা গিয়েছিল, ৭ ডিসেম্বর বিয়ে হতে পারে দু’জনের। যদিও সেই খবরের সত্যতা স্বীকার করেননি মন্ধানার ভাই। শেষ পর্যন্ত ৭ ডিসেম্বর সকালেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত জানিয়ে দেন মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার। তাঁর পর পলাশও একই কথা জানান।