Advertisement
২৮ মার্চ ২০২৩
Kapil on Pant

নিজেও দুর্ঘটনার কবলে পড়েছিলেন, ঋষভ পন্থকে একটিই পরামর্শ সেই কপিল দেবের

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ঋষভ পন্থ। তাঁকে পরামর্শ দিয়েছেন কপিল দেব। কী বলেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক?

কপিল দেব চিন্তিত ঋষভ পন্থকে নিয়ে। ভারতীয় ক্রিকেটারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

কপিল দেব চিন্তিত ঋষভ পন্থকে নিয়ে। ভারতীয় ক্রিকেটারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৭:৪২
Share: Save:

ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার পরে তাঁকে পরামর্শ দিলেন কপিল দেব। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়েছেন, নিজেকে গুরুত্ব দেওয়া উচিত পন্থের। সেটা তিনি কী ভাবে করতে পারেন সেই পরামর্শ দিয়েছেন কপিল।

Advertisement

একটি টেলিভিশন চ্যানেলে মুখ খুলেছেন কপিল। তিনি জানিয়েছেন, অল্প বয়সে তাঁরও এক বার দুর্ঘটনা ঘটেছিল। সেখান থেকে শিক্ষা নিয়েছেন তিনি। কপিল বলেছেন, ‘‘এটা একটা শিক্ষার বিষয়। খুব অল্প বয়সে মোটরসাইকেল চালাতে গিয়ে আমারও এক বার দুর্ঘটনা ঘটেছিল। তার পর থেকে দাদা আমাকে মোটরসাইকেলে হাত দিতে দিত না। পন্থ যে সুস্থ রয়েছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই।’’

গতির নেশায় চড়ে জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয় বলেই জানিয়েছেন কপিল। তার বদলে গাড়িচালক রাখতে বলেছেন তিনি। কপিলের কথায়, ‘‘হতে পারে তোমার খুব ভাল একটা গাড়ি আছে। সেই গাড়ি খুব জোরে চলে। কিন্তু তার পরেও তোমাকে সতর্ক থাকতে হবে। ইচ্ছা করলেই তুমি এক জন গাড়িচালক রাখতে পারো। হতে পারে গাড়ি চালানো তোমার নেশা। কিন্তু তোমার একটা দায়িত্ব আছে। দেশের প্রতি, তোমার সংসারের প্রতি। তোমাকেই নিজের দায়িত্ব নিতে হবে। তোমাকেই নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে।’’

দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে ভর্তি পন্থের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু তাঁর ক্ষতে সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। তাই আইসিইউ থেকে আলাদা একটি কেবিনে স্থানান্তরিত করা হয়েছে ক্রিকেটারকে। তাঁকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে কি না, সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান শ্যাম শর্মা এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘সংক্রমণের ভয়ে আমরা পন্থের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যাতে পন্থকে আলাদা কেবিনে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা করেছেন। ও এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’’

Advertisement

রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পন্থের চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে রাজ্য সরকার। তবে পন্থের চিকিৎসা কী ভাবে হবে তা ঠিক করবে বিসিসিআই। দুর্ঘটনায় পায়ের লিগামেন্ট ছিঁড়েছে পন্থের। লিগামেন্টের চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে। তবে সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। তারাই ঠিক করবে কোথায় ভারতীয় ক্রিকেটারের চিকিৎসা হবে।

চিকিৎসকেরা জানিয়েছেন, এখন পন্থের বিশ্রামের প্রয়োজন। কিন্তু সেটাই হচ্ছে না তাঁর। এই ঘটনায় উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেটারের পরিবার। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পন্থকে দেখতে এসেছেন রাজনৈতিক নেতা, মন্ত্রী, ক্রীড়া আধিকারিক থেকে শুরু করে অভিনেতা। হাসপাতালে রোগীর সঙ্গে দেখা করার জন্য বরাদ্দ সময়ের বাইরেও আসছেন তাঁরা। তাতেই সমস্যা হচ্ছে।

পন্থের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল দলের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘এখন পন্থের বিশ্রামের প্রয়োজন। শুধু শারীরিক কারণে নয়, মানসিক সুস্থতার জন্যও পন্থ যত বেশি বিশ্রাম করতে পারবেন, তত ওঁর পক্ষে ভাল। এখনও ওঁর ক্ষত টাটকা রয়েছে। যাঁরা দেখতে আসছেন তাঁদের সঙ্গে কথা বলতে হচ্ছে পন্থকে। এতে উনি আরও দুর্বল হয়ে পড়ছেন। তাই এখন ওঁর সঙ্গে দেখা করতে আসা উচিত নয়। সেটা সবাইকে মাথায় রাখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.