ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করার সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড সফরে একেবারেই নজর কাড়তে পারেননি করুণ নায়ার। ৩০০৬ দিন পর জাতীয় দলে ফিরে চার টেস্টে মাত্র ২০৫ রান করেছেন। করুণ জানালেন, ইংল্যান্ড সফর থেকে শিক্ষা নিয়ে ফিরেছেন যা কাজে লাগাবেন আগামী দিনে।
লিডসে প্রথম টেস্টেই নেমেছিলেন করুণ। প্রথম ম্যাচেই শূন্য রানে ফিরে যান। চারটে টেস্টে মাত্র একটা অর্ধশতরান করেছেন। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমি কাউকে কিছু প্রমাণ করতে চাইনি। বেশির ভাগ ম্যাচে হয়তো আপনার শুরুটা ভাল হল। তার পরেও আপনি আউট হয়ে গেলেন। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে ইংল্যান্ডে।”
করুণ জানিয়েছেন, শুরুটা ভাল করে সেটাকে শেষ পর্যন্ত বড় রানে পরিণত করাই তাঁর শিক্ষা। করুণের কথায়, “গোটা সিরিজ়ে আমি খারাপ ব্যাট করিনি। ৩০-৪০ রানে পৌঁছে যাচ্ছিলাম। কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারছিলাম না। বাকিদের থেকেও আমার কাছে বিষয়টা বেশি হতাশার ছিল। বার বার বোঝার চেষ্টা করছিলাম কেন ক্রিজ়ে জমে গিয়েও আউট হয়ে যাচ্ছি।”
করুণের সংযোজন, “একটাই ভাল শিক্ষা পেয়েছি, শুরুটা ভাল করলে সেটাকে বড় রানে পরিণত করতে হবে। এটা নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি। তাদের পরামর্শ নিয়েছি। সেটা নিয়ে খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। পরের বার যদি শুরুটা ভাল হয় তা হলে শেষটাও ভাল করার চেষ্টা করব।”
আরও পড়ুন:
অনেকেরই ধারণা, করুণ আর টেস্ট দলে সুযোগ পাবেন। ভারতীয় বোর্ড তিনে শ্রেয়র আয়ারকে ফেরানোর কথা ভাবতে শুরু করেছে। তবে করুণ এখনই সে সব নিয়ে ভাবতে রাজি নন। তিনি বলেছেন, “খুব দূরের দিকে তাকাচ্ছি না। একটা দিন দিন ধরে ধরে এগোতে চাই। নিজের খেলার উন্নতি করতে চাই। গত সিরিজ়ে যা শিখেছি সেটা নিয়ে কাজ করতে হবে। দেখা যাক কী হয়।”