Advertisement
০২ মে ২০২৪
ICC ODI World Cup 2023

সেমিফাইনালের আগে খারাপ খবর ভারতীয় শিবিরে, কী হল রোহিতদের দলে?

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তার আগে মঙ্গলবার খারাপ খবর রোহিতদের দলে। তবে বুধবারের ম্যাচে তার প্রভাব পড়ার সম্ভাবনা কম।

picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ ২২:৫৮
Share: Save:

বিশ্বকাপ সেমিফাইনালের আগের দিন খারাপ খবর ভারতীয় দলের জন্য। খারাপ খবর মহম্মদ সিরাজের জন্য। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক দিনের ক্রিকেটের বোলারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গা হারালেন হায়দরাবাদের জোরে বোলার।

মঙ্গলবার এক দিনের ক্রিকেটের বোলারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন ভারতীয় বংশোদ্ভূত এক বোলার। তিনি দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের সুবাদেই বোলারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গায় বাঁহাতি স্পিনার। তাঁর রেটিং পয়েন্ট ৭২৬। দ্বিতীয় স্থানে রয়েছেন সিরাজ। তাঁর রেটিং পয়েন্ট ৭২৩।

বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ভারতের তিন জন। ৬৮৭ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছেন যশপ্রীত বুমরা। তাঁর পরেই পাঁচ নম্বরে আছেন কুলদীপ যাদব। উত্তরপ্রদেশের বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট ৬৮২। বুমরা এবং কুলদীপ ক্রমতালিকায় দু’ধাপ করে এগিয়েছেন। কয়েক দিন আগেও শীর্ষে থাকা পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি নেমে গিয়েছেন নবম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৬৫০। তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার অ্যাডাম জ়াম্পা রয়েছেন ক্রমতালিকায় তৃতীয় স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৫।

সিরাজ দ্বিতীয় স্থানে নেমে গেলেও ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষেই রয়েছেন শুভমন গিল। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অলরাউন্ডারদের ক্রমতালিকায় ১০ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। এক নম্বর জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE