প্লে-অফের আশা কমেছে কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে তারা। মহেন্দ্র সিংহ ধোনিদের কাছে হারের পর দলের এক বোলারের উপর দায় চাপিয়েছেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। অথচ নিজের ভুল বোলিং পরিবর্তনের কথা মুখে আনেননি তিনি।
ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৯ রান করেছিল কেকেআর। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে ৫ উইকেট পড়ে গিয়েছিল চেন্নাইয়ের। সেখান থেকে জিতেছে তারা। বৈভব অরোরার এক ওভারে ৩০ রান নিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। রাহানেকে প্রশ্ন করা হয়, ওই ওভারই কি তাঁদের হারিয়ে দিল? জবাবে রাহানে বলেন, “একদমই।” যদিও তার পরেই আবার ব্যাখ্যা দিয়েছেন তিনি। রাহানে বলেন, “এই ফরম্যাটে অবশ্য এই ধরনের ঘটনা হতেই পারে। একটা ওভার সব বদলে দিতে পারে। কিন্তু আমার মনে হয় ওরা খুব ভাল ব্যাট করেছে। ব্রেভিস ও শিবম ঠিক সময়ে ঝুঁকি নিয়েছে। সেটা ওদের কাজে লেগেছে।”
অথচ বৈভবের হাতে যখন রাহানে বল তুলে দিয়েছিলেন, তখন রাহানের হাতে অন্য বিকল্প ছিল। স্পিনার মইন আলিকে ব্যবহার করতে পারতেন তিনি। বা এক ওভার করাতে পারতেন আন্দ্রে রাসেলকে দিয়ে। তিনি যে ভুল বোলিং পরিবর্তন করেছেন তার খেসারত দিতে হয়েছে দলকে। এ বারের আইপিএলে অনেক ম্যাচেই অধিনায়কত্বে ভুল করেছেন রাহানে। সেই কথা কিন্তু এক বারও মুখে আনেননি তিনি।
রাহানের মনে হয়েছে ১০-১৫ রান কম করেছেন তাঁরা। ম্যাচ হারার সেটাও একটা কারণ। খেলা শেষে কেকেআর অধিনায়ক বলেন, “ম্যাচ হারার ধাক্কা সামলানো কঠিন। আমার মনে হয় ১০-১৫ রান কম করেছি। ১৯০-১৯৫ রান এই উইকেটের জন্য আদর্শ। অবশ্য খুব ভাল একটা ম্যাচ হয়েছে।”
আরও পড়ুন:
দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন বাদে কেকেআরের কোনও বোলার ভাল বল
করতে পারেননি। তা-ও তাঁদের আলাদা করে কোনও দোষ দেখছেন না রাহানে। আপাতত সামনের
দু’টি ম্যাচ জিততে চান তিনি। রাহানে বলেন, “কোনও অভিযোগ নেই। আমাদের বোলারেরা ভাল
বল করেছে। এখন বিষয়টা খুব সহজ। পরের দুটো ম্যাচ জিততে হবে। তার পর দেখব কী হয়।”
কেকেআরের বাকি দু’টি ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এখনও খাতায়কলমে প্লে-অফের লড়াই থেকে বাদ যায়নি কেকেআর। পরের দু’টি ম্যাচ জিতলেও বাকি দলগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে রাহানেদের।