E-Paper

ব্যাটের প্রস্থ কমাতে হচ্ছে নারাইন, রামনদীপদের

সারা বছর ফ্র্যাঞ্চাইজ়ি লিগ খেলা ক্রিকেটারেরা মোটা ব্যাট ব্যবহার করেন। ব্যাট ছোঁয়ালেই যাতে বল দ্রুত গতিতে বাউন্ডারি লাইনে পৌঁছয়। কম সময়ের মধ্যে বেশি রান করার জন্যই এ ধরনের ব্যাটের জনপ্রিয়তা বাড়ছে।

ইন্দ্রজিৎ সেনগুপ্ত 

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ০৬:৪৭
অস্বস্তি: পঞ্জাব ম্যাচে নারাইনদের ব্যাট মেপে দেখেছেন আম্পায়ার।

অস্বস্তি: পঞ্জাব ম্যাচে নারাইনদের ব্যাট মেপে দেখেছেন আম্পায়ার। ছবি: এক্স।

সুনীল নারাইন, রামনদীপ সিংহ ও অনরিখ নখিয়ার ব্যাটের প্রস্থ কমাতে হচ্ছে। তাঁদের কয়েকটি ব্যাটের প্রস্থ চার সেন্টিমিটারেরও বেশি। যা অবৈধ। ‘ব্যাট-গজ’ (ব্যাট মাপার সরঞ্জাম) দিয়ে গলছে না তাঁদের ব্যাট। ফলে তাঁদের ক্রিকেটীয় অস্ত্র আগের চেয়ে সরু করতে হচ্ছে।

সারা বছর ফ্র্যাঞ্চাইজ়ি লিগ খেলা ক্রিকেটারেরা মোটা ব্যাট ব্যবহার করেন। ব্যাট ছোঁয়ালেই যাতে বল দ্রুত গতিতে বাউন্ডারি লাইনে পৌঁছয়। কম সময়ের মধ্যে বেশি রান করার জন্যই এ ধরনের ব্যাটের জনপ্রিয়তা বাড়ছে। ব্যাট প্রস্তুতকারক কোম্পানিগুলো অনেক সময় বেশি মোটা ব্যাট তৈরি করে ফেলে। যা বৈধতার মাপকাঠি ছাড়িয়ে যায়। অনেক ফ্র্যাঞ্চাইজ়ি লিগে ব্যাট মাপা হয় না। সেখানে এ ধরনের ব্যাট দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। আইপিএলে এ বার থেকে মাঠের মধ্যেই মেপে নেওয়া হচ্ছে ব্যাট।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে নারাইন যে ব্যাট নিয়ে নামছিলেন, তা অবৈধ ছিল। ব্যাটের প্রস্থ চার সেন্টিমিটারের চেয়েও বেশি ছিল। ব্যাট-গজ দিয়ে গলছিল না সেই ব্যাট। নারাইনকে বাধ্য হয়ে অন্য ব্যাট নিয়ে নামতে হয়। বুধবার কলকাতায় ফেরেন নারাইনরা। বৃহস্পতিবার দমদম নাগের বাজারের এক ব্যাট মেরামতকারীর সঙ্গে যোগাযোগ করেন নারাইন। নিজের বেশ কয়েকটি ব্যাটের প্রস্থ কমাতে দেন তিনি।

সেই ব্যাট মেরামতকারীর নাম অজিত কুমার শর্মা। জানিয়েছেন, নারাইনের সঙ্গেই রামনদীপ সিংহ, অনরিখ নখিয়ার ব্যাটও মেরামত করবেন। রাজ্যের বাইরে থেকেও বরাত আসছে তাঁর কাছে। গত বার কেকেআরে খেলে যাওয়া ফিল সল্ট নিজের ব্যাট মেরামত করতে দিয়েছেন অজিতকে। সানরাইজ়ার্স হায়দরাবাদের অনিকেত বর্মা থেকে রাজস্থান রয়্যালসের নীতীশ রানা তাঁকে ব্যাটের ওজন কমানোর দায়িত্ব দিয়েছেন। আইপিএলের মাঝে প্রচণ্ড ব্যস্ত হাতিয়ারার তরুণ। বলছিলেন, ‘‘হাতিয়ারাতেই আমার প্রথম দোকান। এখন দমদম নাগেরবাজারে বসছি। নারাইন আজই যোগাযোগ করে আমার সঙ্গে। ওর কয়েকটি ব্যাটের প্রস্থ চার সেন্টিমিটারের বেশি। সেগুলোকে সরু করতে হবে।’’ যোগ করেন, ‘‘রামনদীপ সিংহ ওর কয়েকটি ম্যাটের প্রস্থ কমাতে দিয়েছে। ওর ব্যাটের ওজনও বেশি ছিল। রিঙ্কু সিংহের ব্যাটের দৈর্ঘ্য কমাতে হয়েছে। অঙ্গকৃষ রঘুবংশীর একটি ব্যাট মাঝাখান দিয়ে ফেটে গিয়েছিল। ওটাও মেরামতকরে দিলাম।’’

কলকাতার বাইরে থেকে কেউ যোগাযোগ করেননি? অজিতের উত্তর, ‘‘অবশ্যই। ফিল সল্ট গত বার থেকেই আমার কাজে মুগ্ধ হয়েছিলেন। এ বারও কলকাতায় এসে আমাকে ওর কয়েকটি ব্যাটের হ্যান্ডল ছোট করতে দিয়েছে। নীতীশ রানা ওর ব্যাটের ওজন কমিয়েছে। হায়দরাবাদের অনিকেত বর্মার ব্যাটও সরুকরতে হয়েছে।’’

প্রত্যেক বারই ব্যাট মেরামত করার কাজ করেন তিনি। কিন্তু এ বার আইপিএলে ব্যাটের মাপকাঠির বৈধতার নিয়ম আরও কড়া হওয়ায় দায়িত্ব বেড়েছে অজিতের। বলছিলেন, ‘‘এ বার মাঠের মধ্যে ব্যাট মেপে দেখা হচ্ছে। সকলের সামনেই দেখা যাচ্ছে কোন ব্যাট বৈধ আর কোনটি অবৈধ। এ বার ব্যাটের প্রস্থ কমানোর কাজই বেশি করতে হচ্ছে। এমন ভাবে ব্যাটের ওজন কমাতে হয়, যাতে স্ট্রোকনা কমে।’’

২১ এপ্রিল গুজরাত টাইটানস ম্যাচের আগে তৈরি হয়ে যাবে নারাইনদের ব্যাট। মেরামত করা ব্যাট নিয়ে শুভমন গিলদের বিরুদ্ধে নামতে পারবেন তিনি। বৃহস্পতিবার বিশ্রাম ছিল কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের। শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় সন্ধেয়। শুক্রবারও অনুশীলন করবেন না নাইটরা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯৫ রানে অলআউট হওয়ার পরে কেন তিন দিন বিশ্রাম?প্রশ্ন সমর্থকদের।

এরই মধ্যে ভারতীয় দল থেকে ছেঁটে ফেলা হল সহকারী কোচ অভিষেক নায়ারকে। গত বার কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ছিলেন তিনি। কেকেআর অ্যাকাডেমিরও দায়িত্বে ছিলেন এক সময়। তিনি থাকাকালীন চ্যাম্পিয়ন হয় কেকেআর। জাতীয় দল থেকে ছেঁটে ফেলার পরে আবার কি নাইট শিবিরে যোগ দিতে দেখা যাবে তাঁকে? কয়েক দিনের মধ্যেই তা বোঝা যাবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

KKR Kolkata Knight Riders Punjab Kings Sunil Narine Anrich Nortje Ramandeep Singh Tata IPL 2025

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy